চালসাঃ মেটেলি ব্লকের গ্রামীণ এলাকায় থাকা উত্তর ধূপঝোড়া ২ নং সি এস প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা কপিল দেবকে চেনেন হরিয়ানা হারিকেন নামে, পিটি উষাকে চেনেন স্প্রিন্ট কুইন নামে। আর এটা সম্ভব হয়েছে স্কুল কর্তৃপক্ষের অভিনব উদ্যোগের ফলে। ভারতবর্ষের বিভিন্ন মনীষী তো বটেই সেই সঙ্গে শিল্প, ক্রীড়া জগতের একাধিক কিংবদন্তি জায়গা পেয়েছে এই বিদ্যালয়ের দেওয়ালে। সাধারণ জ্ঞানের বইয়ের আদলে সাজিয়ে তোলা হয়েছে স্কুলের সমস্ত দেওয়াল। যাতে ছাত্র ছাত্রীরা বইয়ে পড়ার পরেও দেওয়ালে সেইসব ছবি দেখে মনে রাখতে পারে। শুধু তাই নয়, ছয়টি ঋতুর নাম, মাসের নাম এইসব কিছুই সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে বিদ্যালয়ে। স্বাভাবিক ভাবেই এই গ্রামীন এলাকার এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি টেক্কা দিচ্ছে বেসরকারি বিদ্যালয়কেও।
সরকারি বিদ্যালয়ে অনেক অবিভাবকই পড়াতে চাননা। সেই অবিভাবকদের অভিযোগ বিদ্যালয়ে ঠিক মতো পড়াশোনা হয় না। এর ফলেই রমরমা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি। অবিভাবকদের এই ধারনা পালটে দেবে এমন বহু সরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সেখানে উপযুক্ত পরিকাঠামোর মধ্যেই চলছে পঠনপাঠন। এমনই একটি শিক্ষা প্রতিষ্ঠান মেটেলি ব্লকের উত্তর ধূপঝোড়া ২ নং সিএস প্রাথমিক বিদ্যালয়। এই প্রাথমিক বিদ্যালয়ে গেলে দেখা যাবে বিদ্যালয়ের শ্রেণিকক্ষের দেওয়ালে বিভিন্ন পশু পাখির রং-বেরঙের ছবি লাগানো রয়েছে। সেখানে যেমন মনীষীদের ছবি রয়েছে তেমনি রয়েছে বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্বের ছবি। রয়েছে ফলমূল, ব্যায়ামের ছবি সহ মনীষী ও বিশিষ্ট ব্যক্তিদের বাণী সমূহ ছবি। শিশুরা যা দেখে তাই শিখে, এই ধারণা থেকেই বিদ্যালয়টিকে এরকমভাবে সাজানো হয়েছে বলে শিক্ষক শিক্ষিকাদের অভিমত।
এই বিদ্যালয়টিতে পড়ুয়ার সংখ্যা ৫৮ জন। ২ শিক্ষক ও ১ জন শিক্ষিকা রয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারক রায় চৌধুরী জানান, “পুঁথিগত বিদ্যার পাশাপাশি যাবতীয় বিষয়ে শিশুদের শিক্ষা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে বিভিন্ন বিষয়ে পড়ুয়াদের জ্ঞান বৃদ্ধি হতে পারে। যেমন শিশুরা হয়তো খেলাধুলা সম্পর্কে জানে কিন্তু বিভিন্ন খেলায় পারদর্শী খেলোয়াড়দের নাম ও তাদের ছদ্মনাম সম্পর্কে জানে না। সেই সমস্ত বিষয় বিদ্যালয়ের শ্রেণিকক্ষের দেওয়ালে ছবি আকারে তুলে ধরা হয়েছে। মনীষীদের বানিও লেখা রয়েছে। এতে করে তাদের সম্পর্কে জানতে শিক্ষার্থীদের আগ্রহ বাড়বে এবং শেখাও হবে। বিভিন্ন মনীষী, খেলোয়াড় দের ছবির নিচে লেখা রয়েছে তাদের জন্মদিনও।”