উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ। প্রসূতি মৃত্যু (Maternal death) ঘিরে উত্তেজনা ছড়াল মেদিনীপুর মেডিকেলে (Midnapore Medical College and Hospital)। পরিবার সূত্রে খবর, স্যালাইন দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন ৫ জন প্রসূতি। পরে একজনের মৃত্যু হয়।
সম্প্রতি মামণি রুইদাস নামে ওই প্রসূতিকে প্রসব বেদনা নিয়ে মেডিকেলে ভর্তি করা হয়। অস্ত্রোপচার হলে এক সন্তানের জন্ম দেন তিনি। বাকি প্রসূতিদেরও অস্ত্রোপচার হয়। এরপর তাঁদের ওষুধের পাশাপাশি স্যালাইনও দেওয়া হয়। অভিযোগ, স্যালাইন নেওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন ৫ জন। শুক্রবার মামণি রুইদাসের মৃত্যু হয়। ঘটনায় উত্তজনা ছড়ায় মেডিকেল চত্বরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ (Police)। যদিও এবিষয়ে মেডিকেল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সিএমওএইচ জানিয়েছেন, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার খবর পৌঁছায় স্বাস্থ্য দপ্তরে। রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন। জানা যাচ্ছে, মেদিনীপুর মেডিকেলে যাচ্ছে ড্রাগ কন্ট্রোলের টিম। কী কারণে এমন ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।