উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইয়েমেন উপকূলে (Yemen) মর্মান্তিক নৌকাডুবি। এখনও পর্যন্ত ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪৯ জন। নিখোঁজ রয়েছেন ১৪০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, নৌকায় থাকা যাত্রীরা প্রত্যেকেই অভিবাসী (Migrants)।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার নৌকাটি হর্ন অফ আফ্রিকা থেকে ইয়েমেনের দিকে যাচ্ছিল। ২৬০ জন সোমালিয়া ও ইথিওপিয়ার নাগরিকরা ছিলেন নৌকাটিতে। সোমালিয়ার উত্তর উপকূল থেকে যাত্রা শুরু করে প্রায় ৩২০ কিলোমিটার পথ অতিক্রম করার পর ইয়েমেনের দক্ষিণ উপকূলে নৌকাটি ডুবে যায়। এখনও পর্যন্ত ৭১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং বাকিদের অনুসন্ধান চলছে। মৃতদের মধ্যে ৩১ জন নারী ও ৬ জন শিশু রয়েছে।
পূর্ব এবং হর্ন অফ আফ্রিকা থেকে উপসাগরীয় দেশগুলিতে কাজ করতে যাওয়ার জন্য ইয়েমেনের জলপথটি খুবই গুরুত্বপূর্ণ অভিবাসীদের কাছে। ইয়েমেনে প্রায় এক দশক ধরে গৃহযুদ্ধ চলছে। তা সত্ত্বেও সাম্প্রতিক বছরগুলিতে আগত অভিবাসীর সংখ্যা তিনগুণ বেড়েছে। ২০২১ সালে যে সংখ্যাটা ছিল প্রায় ২৭ হাজার সেটা গত বছর বেড়ে ৯০ হাজারেরও বেশি হয়েছে। তবে ইয়েমেনে পৌঁছানোর জন্য লোহিত সাগরের পথটি খুবই বিপজ্জনক। মাঝেমধ্যেই নৌকাডুবির ঘটনা শোনা যায় এই পথে। এমনকি পাচারকারিদের খপ্পরেও পড়েন যাত্রীরা।