চ্যাংরাবান্ধা: চ্যাংরাবান্ধায় তৈরি হচ্ছে জেলার প্রথম মিনি টোলপ্লাজা। রাজ্য সরকারের সড়ক পরিবহণ দপ্তরের উদ্যোগে ময়নাগুড়ি-মাথাভাঙ্গা রাজ্য সড়কে তৈরি হচ্ছে অত্যাধুনিক মানের এই টোলপ্লাজা। জোরকদমে চলছে টোলপ্লাজার কাজ।
মঙ্গলবার টোলপ্লাজার এলাকা পরিদর্শন করেন পূর্ত দপ্তরের বাস্তুকাররা। একইসঙ্গে তৈরি হচ্ছে কর্মীদের থাকার আবাস। পূর্ত দপ্তর সূত্রে জানা গিয়েছে, মিনি টোলপ্লাজাটি তৈরি করতে খবর হচ্ছে প্রায় ১.৭ কোটি টাকা। এই নভেম্বর মাসের মধ্যে কাজ শেষ করার চেষ্টায় রয়েছে কর্তৃপক্ষ। চলতি বছরেই টোলপ্লাজা চালু করার কথা।