Top News

শিয়রে ভোট, আইনজীবীদের নির্বাচনী প্রচারে নামার নির্দেশ মন্ত্রী মলয় ঘটকের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নতুন বছরের শুরুতেই সারা দেশে বেজে যাবে লোকসভা নির্বাচনের দামামা। আর তার আগেই প্রস্তুতি সভা শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। শনিবার রাজ্যের প্রতিটি জেলার আইনজীবীদের নিয়ে একটি নির্বাচনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় শিলিগুড়িতে। আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারে আইনজীবীদের সক্রিয় ভূমিকা পালন করার নির্দেশ দেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মন্ত্রী অরূপ বিশ্বাস, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, প্রাক্তন কারামন্ত্রী শংকর চক্রবর্তী, বিধায়ক অশোক দেব প্রমূখ।

লোকসভা নির্বাচনে ভালো ফলের লক্ষ্যে ইতিমধ্যেই রাজ্যজুড়ে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে তৃণমূল। এই মুহূর্তে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়, সমতল, ডুয়ার্সে রয়েছে তাঁর একাধিক রাজনৈতিক ও প্রশাসনিক কর্মসূচী। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরকালেই রাজ্যের প্রতিটি জেলার আইনজীবীদের নিয়ে একটি নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়ে গেল শিলিগুড়িতে। এই সভায় উপস্থিত রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী তথা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইনজীবী শাখার চেয়ারম্যান মলয় ঘটক বলেন, চব্বিশের লোকসভা নির্বাচন তৃণমূলের কাছে একটা বড় চ্যালেঞ্জ। এরজন্য প্রত্যেক আইনজীবীকে দলের হয়ে প্রচারে নামতে হবে। প্রচারে রাজ্যের নানান উন্নয়নমূলক কর্মসূচী তুলে ধরার পাশাপাশি কেন্দ্রীয় সরকার যে আইন সংক্রান্ত বিল এনেছে বা আনতে চলেছে, সেই বিলের কী কু-প্রভাব পড়বে বা বিচারব্যবস্থায় কতটা তার প্রভাব পড়বে তা জনসমক্ষে তুলে ধরতে হবে আইনজীবীদের। এদিন শিলিগুড়ি মহকুমা আদালতের নতুন  ভবন নির্মাণ প্রসঙ্গে বলেন, ২০১১ সালে শিলিগুড়ি মহকুমা আদালতের নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হলেও বর্তমানে তা থমকে আছে কিছু জটিলতার কারণে। এই নির্মাণ কাজ দ্রুত শেষ করা হবে বলেও আশ্বাস দিয়েছেন মলয় ঘটক।

রাজ্যের আদালত গুলিতে পিপি নিয়োগের ক্ষেত্রে দলের একশ্রেণীর প্রভাবশালী নেতা মন্ত্রীদের হাত থাকে বলে অভিযোগ করেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইনজীবী শাখার রাজ্য সভাপতি তরুণ চট্টোপাধ্যায়। এদিনের সভায় তিনি বলেন, “রাজ্যের আদালতগুলিতে পিপি নিয়োগ হয় দলের একশ্রেণীর প্রভাবশালী নেতা মন্ত্রীদের প্রভাবে। অথচ পরবর্তীতে এই আইনজীবীদের একাংশকে দলের হয়ে কাজ করতে দেখা যায় না। তাই পিপি নিয়োগের ক্ষেত্রে দলের আরও বেশি সচেতন হওয়া উচিৎ বলেই মনে করেন তরুণ চট্টোপাধ্যায়।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Deputation | ‘বন্দি কৃষকদের মুক্তি চাই’, জেলা শাসককে স্মারকলিপি গ্রামবাসীর

মালদা: তৃতীয় দফার নির্বাচনের দিন রণক্ষেত্রের চেহারা নিয়েছিল রাধাকান্তপুর। পুলিশের লাঠিচার্জে আহত হয়েছিল বেশ কয়েকজন…

8 mins ago

Siliguri | অস্বাভাবিক মৃত্যু তৃণমূল নেতার ভাইয়ের, ঝুলন্ত দেহ উদ্ধার হল গোডাউন থেকে

শিলিগুড়িঃ তৃণমূল নেতার ভাইয়ের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় বুধবার চাঞ্চল্য ছড়াল চম্পাসারি এলাকায়। এদিন সকালে…

12 mins ago

Balurghat | অর্ধেক জীবন পার সংশোধনাগারে, মুক্তি পেয়ে নতুন জীবন শুরু গুরুপদর

বালুরঘাট: জীবনের অর্ধেকটা সময় কেটে গিয়েছে সংশোধনাগারের ভেতরে। ২৮ বছর পর মুক্তি পেয়ে জীবনের দ্বিতীয়…

22 mins ago

NBSTC | ৪ জুন সরকার বদলালেই এনজেপি স্টেশনে ঢুকবে এনবিএসটিসির বাস, আশাবাদী গৌতম

শিলিগুড়ি: ৪ জুনের পর কেন্দ্রে সরকার বদলে যাবে, তখনই নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে এনবিএসটিসির বাস…

25 mins ago

Snakes fight | কিংকোবরার ছোবলে কুপোকাত অজগর, দুই সাপের লড়াইয়ের সাক্ষী থাকল দক্ষিণ ধুপঝোরা

চালসাঃ কিংকোবরার সঙ্গে অজগরের লড়াই। লড়াইয়ে শেষমেশ কিংকোবরার কাছে পরাস্ত হল অজগর। বুধবার এমনই ঘটনার…

45 mins ago

ভোটকর্মী রাজকুমার রায়ের মৃত্যুবার্ষিকী পালন, নেওয়া হল গণতান্ত্রিক অধিকার রক্ষার শপথ

রায়গঞ্জ: ২০১৮ সালের ১৫ মে পঞ্চায়েত ভোটের দিন শিক্ষক তথা ভোটকর্মী রাজকুমার রায়ের রক্তাক্ত দেহের…

59 mins ago

This website uses cookies.