আসানসোল: বর্তমান পরিস্থিতির ওপর নজর রেখে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় কোভিড ওয়ার্ডের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হল আসানসোল জেলা হাসপাতালের রোগী কল্যান সমিতির বৈঠকে। বৃহস্পতিবারের বৈঠকে সভাপতিত্ব করেন রাজ্যের আইন ও পূর্ত মন্ত্রী তথা রোগী কল্যান সমিতির চেয়ারম্যান মলয় ঘটক। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ইউনুস, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা বিধায়ক তাপস বন্দোপাধ্যায়, জেলা হাসপাতালের সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস, ডেপুটি সুপার কঙ্কন রায়, আইএমএর আসানসোল শাখার সভাপতি ডাঃ শ্যামল সান্যাল সহ হাসপাতালের চিকিৎসক, নার্সিং সুপার।
উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বর মাসে শেষ রোগী কল্যান সমিতির বৈঠক হয়েছিল। ২০২১ সালে করোনা, বিধানসভা নির্বাচন সহ আকাধিক কারণে বৈঠক হয়নি।
আরও পড়ুন : প্লাস্টিক চাল! সন্দেহে ভর করে হুলুস্থুলু অঙ্গনওয়াড়ি কেন্দ্র