বালুরঘাট: নাবালিকার বিয়ে রুখল চাইল্ড হেল্পলাইন ও বালুরঘাট থানার পুলিশ। রবিবার রাতে বালুরঘাট পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের মিলন সংঘ এলাকায় এক যুবকের সঙ্গে এক নাবালিকার বিয়ে হওয়ার কথা ছিল। জোর কদমে চলছিল বিয়ের প্রস্তুতি। গোপন সূত্রে খবর পেয়ে বালুরঘাট পুলিশের সহযোগিতায় নাবালিকার বিয়ে ভেস্তে দেয় চাইল্ড হেল্পলাইন।
জানা গিয়েছে, পাত্রীর বয়স ১৭ বছর। বাড়ি হিলি থানা এলাকায়। খিদিরপুরের এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ের জন্য মেয়েটিকে আনা হয়েছিল বালুরঘাটে। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিয়ে ভেস্তে দেওয়ার পাশাপাশি আটক করা হয় বর ও তাঁর পরিবারের লোকজনকে। পরে যুবকের পরিবারের তরফে পুলিশের কাছে মুচেলেকা দিয়ে বলা হয়, পাত্রীর ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে নয়।
যদিও এদিন ওই নাবালিকা পাত্রীকে পাওয়া যায়নি। এবিষয়ে চাইল্ড হেল্প লাইনের তরফে তনুশ্রী শীল বলেন, গোপন সূত্রে খবর পেয়ে আমরা বিয়ে বাড়িতে আসি। আমরা বিয়ে বন্ধ করেছি। ওই নাবালিকাকে চাইল্ড ওয়েল ফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হবে।