উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিউ ইয়র্কের সর্বকনিষ্ঠ (New York’s youngest mayor) এবং প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট নেতা জোহরান মামদানি (Zohran Mamdani)। যা নিউ ইয়র্কের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। মামদানির মা মীরা নায়ার (Mira Nair) হলেন আন্তর্জাতিক চলচ্চিত্র জগতের এক স্বনামধন্য পরিচালক। ছেলের এই জয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তিনি।
এদিন মামদানি নিউ ইয়র্কের মেয়র হিসেবে নির্বাচিত হতেই তাঁকে শুভেচ্ছা জানান বলিউডের জনপ্রিয় পরিচালক জোয়া আখতার। তাতে লেখা ছিল, ‘মাত্র চৌত্রিশ বছর বয়সে নিউ ইয়র্কের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি।’ তাতেই মীরা নায়ারকে উদ্দেশ্য করে জোয়া লেখেন, ‘এটা তোমার জন্য।’ আর সেই পোস্টই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে মীরা নায়ার লেখেন, ‘জোহরান ইউ বিউটি’ (জোহরান, তুমি সত্যিই সুন্দর)।

উল্লেখ্য, আমেরিকার রাজনীতিতে বামঘেঁষা ডেমোক্র্যাট বলেই পরিচিত মামদানি। আফ্রিকা মহাদেশের উগান্ডায় জন্ম হলেও তিনি ভারতীয় বংশোদ্ভূত। তাঁর মা মীরা নায়ার ভারতীয় চিত্রপরিচালক এবং পিতা উগান্ডার খ্যাতনামী লেখক মাহমুদ মামদানি। প্রার্থী হওয়ার পর থেকে তাঁকে বিভিন্নভাবে নিশানা করছিলেন ট্রাম্প। তাঁকে ‘উন্মাদ কমিউনিস্ট’ বলেও কটাক্ষ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
তবে ট্রাম্পের চোখরাঙানিকে উপেক্ষা করেই ইতিহাস গড়লেন জোহরান মামদানি। মামদানির বিপরীতে ট্রাম্পের রিপাবলিকান শিবির থেকে প্রার্থী হয়েছিলেন কুর্টিস স্লিওয়া। তিনি ভোটযুদ্ধে মামদানির ধারে কাছে আসতে পারেনি। মামদানি পেয়েছেন ৫০ শতাংশেরও বেশি ভোট। যেখানে স্লিওয়া পেয়েছেন ১০ শতাংশেরও কম ভোট। প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুয়োমো পেয়েছেন প্রায় ৪১ শতাংশ ভোট। আগামী বছর ১ জানুয়ারি নিউ ইয়র্কের মেয়র হিসাবে শপথ নেবেন মামদানি।

