সামসী: রোজা (Ramadan 2025) রাখা অবস্থায় এক থ্যালাসেমিয়া রোগীকে রক্ত দিলেন এক যুবক। রতুয়ার বাহিরকাপ গ্রামের বাসিন্দা সাকিবুল হাসান (১১) থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। গত তিন দিন থেকে চাঁচল হাসপাতালে সে ভর্তি। তার এক ইউনিট রক্তের প্রয়োজন পড়ে। সামাজিক মাধ্যমে জানতে পেরে ভাদোর গ্রামের বাসিন্দা মিসবাহুল আলম জেমস রোজা অবস্থায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে (Chanchal Super Speciality Hospital) ছুটে যান। মঙ্গলবার সকালে হাসপাতালে গিয়ে থ্যালাসেমিয়া আক্রান্ত সাকিবুল হাসানকে রক্ত দিলেন মিসবাহুল। তাঁর মানবিকতা প্রশংসা কুড়িয়েছে সর্বত্র।
মিসবাহুল আলম জেমস জানান, ‘যতদিন বাঁচব ততদিনই রক্তদান (Blood donation)করব। রক্তের অভাবে কেউ যাতে মারা না যায় তার জন্য যথাসাধ্য করে যাব।’
অন্যদিকে, থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী সাকিবুল হাসানের বাবা মাইনুল হক বলেন, ‘আমার ছেলের জন্য মিসবাহুল যে এতকিছু ভেবেছে, এটাই অনেক। ওর এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না। ও ভালো থাকুক, সুস্থ থাকুক। আর এভাবেই ভালো রাখুক সকলকে।’