ডালখোলা: সেভেন এমএম পিস্তল ও ৫ রাউন্ড তাজা কার্তুজ সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী। ধৃত দুষ্কৃতীর নাম আবুল কালাম ওরফে আব্দুল কালাম (৩৮)। বাড়ি বিহারের কাটিহার জেলার বলরামপুর থানার বলদিয়াগাছি। পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে পাতনুর এলাকা থেকে অস্ত্র সহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে শনিবার ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে তাকে ৬ দিনের পুলিশ হেপাজতে নেওয়া হয়েছে বলে ডালখোলা মহকুমা পুলিশ আধিকারিক সৌমানন্দ সরকার জানান।
সেভেন এমএম পিস্তল-কার্তুজ সহ গ্রেপ্তার দুষ্কৃতী
শেষ আপডেট:

