উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মিষ্টি এক ভালোবাসার ও ভালোলাগার গল্প নিয়ে তৈরি হয়েছে আকাশ ৮-এর ধারাবাহিক ‘মিষ্টু’। এই ধারাবাহিকের পরিচালনার দায়িত্বে রয়েছেন মণীষ ঘোষ। কাহিনী অমিতাভ ভট্টাচার্যের, চিত্রনাট্য লিখেছেন প্রমিতা এবং সংলাপ লিখেছেন অনিন্দিতা নাগ। সোম থেকে শনি রাত ৮টায় আকাশ ৮-এ দেখা যাবে এই ধারাবাহিক।
ধারাবাহিকের গল্প অনুযায়ী, পাতাঝরা গ্রামের সবার চোখের মণি মিষ্টু। সারদিন গ্রামের সবাইকে তার হাসি-গানে-কথায় মাতিয়ে রাখে সে। তবে তার একটাই দোষ, সে অনেক কিছু ভুলে যায়। তাও সব কিছু না। মিষ্টুর ওই গুটি কয়েক ভুল নিয়েই নানা গোল বাঁধে গ্রাম্য জীবনে। অনেকেই তার ভুলের কারণে করেন, আবার অনেকেই সে সবে পাত্তা না দিয়ে তাকে আদর করে কাছে টেনে নেয়। মিষ্টুর এই ভুলে যাওয়ার স্বভাব ছোট থেকেই। খুব ছোটবেলায় মাকে হারিয়েছে সে। তারপর থেকেই ওর মনে, মাথায় চাপ পড়লেই নানান ভুল হয়। কিন্তু ভুলে যাওয়া যে একটা রোগ বা এটার চিকিৎসাও যে হয়, সে বিষয়ে কারোরই মনে থাকে না। এদিকে গ্রাম্য জীবনে বড় হয়ে ওঠা ভুলো মনের মিষ্টু শ্বশুরবাড়িতে কীভাবে মানিয়ে নেবে! কেইবা তাকে এভাবে মেনে নেবে। সেই বিষয়ে চিন্তিত থাকেন মিষ্টুর বাবা।
তারপর হঠাৎই গ্রামে আসেন উজান। সে নাকি ‘মনের ডাক্তার।’ উজান আদুরে মিষ্টুর ছোট ছোট ভুলের কবলে পড়ে। প্রথমে খুব রেগে গেলেও ধীরে ধীরে মিষ্টুর প্রতি মায়া বাড়তে শুরু করে। কিন্তু সেই অর্থে মিষ্টুর প্রেমে সে পড়েনি। বরং উজান ভালোবাসে সুকন্যাকে। কিন্তু ওই ভাগ্যের ফের! ঘটনাচক্রেই মিষ্টুর সঙ্গে গাঁটছড়া বাঁধে উজান। এরপর শুরু হয় গল্প।
শ্বশুরবাড়িতে মিষ্টুর পথ ক্রমশই দুর্গম হতে শুরু করে। উজানের বাবার মিষ্টুর প্রতি মায়া আর স্নেহ জন্মালেও, উজানের মা অপর্না কিছুতেই ওই মেয়েকে মানতে পারেন না। কেউ সেখানে মিষ্টু কে চায় না। শ্বশুড়বাড়িতে মনে এত চাপ পড়ায় বেড়ে যায় মিষ্টুর ভুল করার প্রবণতা। এই অবস্থায় কী করে সম্পর্ক গুলো টিকিয়ে রাখবে মিষ্টু? উজান কি আদৌ পারবে তার অসুখ সারাতে? সবকিছু কি ঠিক হবে? এই টক-ঝাল-মিষ্টি গল্প নিয়েই তৈরি ‘মিষ্টু’।
ধারাবাহিকে মিষ্টুর চরিত্রে অভিনয় করছেন আঁখি ঘোষ। উজানের চরিত্রে রয়েছেন মৈণাক ঢোল। এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন অনিন্দ্য চক্রবর্তী, শ্রাবণী বনিক, জয়িত্রি চৌধুরী, অস্মিতা বৈদ্য, অলকানন্দা গুহ, ময়ূখ চট্টোপাধ্যায়, রাজর্ষি চট্টোপাধ্যায়।