তনয়কুমার মিশ্র মোথাবাড়ি: স্বামীকে ও ১৪ বছরের ছেলেকে ঘরে রেখে এক ছেলে ও এক মেয়েকে নিয়ে হারিয়ে গিয়েছে স্ত্রী। স্ত্রী ও এক ছেলেকে ফিরে পেতে স্বামী পুলিশের দ্বারস্থ হয়েছে। অন্যদিকে, মাকে বাড়ি ফিরে আসার আর্জি জানিয়ে ১৪ বছরের ছেলে মায়ের ছবি হাতে নিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। ঘটনা মোথাবাড়ি বিধানসভার অন্তর্গত উত্তর লক্ষ্মীপুর পঞ্চায়েতের চাঁদপুরে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
১৭ বছর আগে পিন্টু শেখের সঙ্গে সারজিনা খাতুনের বিয়ে হয়। তাদের দুই ছেলে, একটি মেয়ে। ১৯ নভেম্বর নিজের দিদিকে দেখতে যাওয়ার নাম করে, দুই সন্তানকে নিয়ে বেরিয়ে যান সারজিনা। তারপরে আর বাড়ি ফিরেনি গৃহবধূ সারজিনা খাতুন। স্বামী পিন্টু শেখ সেই সময় ভিনরাজ্যে ছিলেন। ২০ নভেম্বর মোথাবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছে পিন্টু শেখের পরিবার।
গ্রামবাসী কৌশল আলি বলেন, ‘গৃহবধূর সঙ্গে সকলের ভালো সম্পর্ক ছিল। সম্ভবত কেউ ওকে অপহরণ করেছে।’ একই সন্দেহ স্বামী পিন্টু শেখেরও। ঘটনার পর এক সপ্তাহ কেটে গেলেও এখনও গৃহবধূর খোঁজ মেলেনি। অন্যদিকে নিরুদ্দেশ হয়ে যাওয়া মায়ের ছবি হাতে নিয়ে ১৪ বছরের গ্রামে ঘুরে বেড়াচ্ছে।