মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

Mithun Chakraborty | ‘১০-১৫ দিনের মধ্যে ক্ষমা চান’, এবার মিঠুনকে হুমকি পাকিস্তানি গ্যাংস্টারের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শাহরুখ ও সলমনের পর এবার হুমকিবার্তা পেলেন বলিউড অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। অভিযোগ পাকিস্তানের গ্যাংস্টার (Pakistani gangster) শহজাদ ভট্টি (Shahzad Bhatti) এক ভিডিওতে এই হুমকি দিয়েছেন। সম্প্রতি দুবাই থেকে ভিডিওটি প্রকাশ করা হয়েছে। তার দাবি, সম্প্রতি মিঠুনের মন্তব্যে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগ আঘাত লেগেছে। তাই নিজের মন্তব্যের জন্য অবিলম্বে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অভিনেতাকে। নাহলে ফল ভুগতে হবে।

সম্প্রতি বিজেপির এক জনসভায় অমিত শার উপস্থিতিতে ভাষণ দিচ্ছিলেন মিঠুন। সেখানেই মুর্শিদাবাদের ভগবানগোলার বিধায়ক হুমায়ূন কবিরের এক বিতর্কিত মন্তব্য নিয়ে সুর চড়ান অভিনেতা। তিনি বলেন, ‘আমাদের এখানকার এক নেতা বলেছিলেন এখানে ৭০ শতাংশ মুসলিম, ৩০ শতাংশ হিন্দু। হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। ভেবেছিলাম, মুখ্যমন্ত্রী তাঁকে কিছু বলবেন। কিন্তু বলেননি। আমি মুখ্যমন্ত্রী নই। কিন্তু বলে রাখছি, ভাগীরথী নদী আমাদের মা। তাই ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেব না। কিন্তু তোমার মাটিতেই তোমাকে পুঁতে দেব!’

মিঠুনের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই হুমকিবার্তায় পাকিস্তানের গ্যাংস্টারকে বলতে শোনা গিয়েছে, ‘উনি বলছেন মুসলিমদের কেটে মাটিতে পুঁতে দেব। মিঠুনবাবু আপনাকে ১০ থেকে ১৫ দিনের সময় দিলাম, এর মধ্যে ক্ষমা চেয়ে নেবেন। নাহলে পস্তাবেন। মুসলিমরা আপনাকে সম্মান করে, তাঁদের সম্পর্কে এই ধরনের মন্তব্য সহ্য করা হবে না। আপনার এখন যা বয়স তাতে আপনার এমন বাজে বকা উচিৎ নয়। অবিলম্বে ক্ষমা চান। এটা সিনেমা নয় বাস্তব।’ এমনিতেই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নামে একের পর এক খুনের হুমকি পেয়েছেন সলমন খান। সম্প্রতি একইভাবে খুনের হুমকি পান শাহরুখও। এবার পাকিস্তানের গ্যাংস্টারের তরফে মিঠুনের কাছে এমন হুমকি আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Harimadhav Mukhopadhyay | প্রয়াত হলেন উত্তরবঙ্গের স্বতন্ত্র নাট্যভাষার ধারক ও বাহক হরিমাধব মুখোপাধ্যায়  

বালুরঘাটঃ প্রয়াত হলেন উত্তরবঙ্গের স্বতন্ত্র নাট্যভাষার ধারক ও বাহক...

Forest Fire | দাউ দাউ আগুনে জ্বলছে পাহাড়ের বিস্তীর্ণ বনভূমি, বন্যপ্রাণের ক্ষতির আশঙ্কা

দার্জিলিং: জ্বলে পুড়ে খাক দার্জিলিংয়ের পর্যটন কেন্দ্র মেগিটার লাগোয়া...

Tulsi Gabbard | মার্কিন গোয়েন্দা উপদেষ্টাকে মহাকুম্ভের জল উপহার মোদির, পালটা পেলেন রুদ্রাক্ষের মালা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে...

Hathras | প্রলোভন দেখিয়ে ছাত্রীদের লাগাতার যৌন নির্যাতন! গোপন চিঠিতেই ফাঁস অধ্যাপকের কীর্তি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কলেজের এক অধ্যাপক অশালীন আচরণ...