উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারতীয় সিনেমায় অনন্য অবদানের জন্য ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী। সোমবার, কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইট করে এই খবর ঘোষণা করেছেন। অশ্বিনী বৈষ্ণব টুইটে লেখেন, ‘দাদাসাহেব ফালকে বাছাই জুরি কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তীকে ভারতীয় চলচ্চিত্রে তাঁর অনন্য অবদানের জন্য পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে। ৮ অক্টোবর ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।
Union Minister Ashwini Vaishnaw tweets “Honoured to announce that the Dadasaheb Phalke Selection Jury has decided to award legendary actor Mithun Chakraborty for his iconic contribution to Indian Cinema. To be presented at the 70th National Film Awards ceremony on October 8” pic.twitter.com/31ell7bD1D
— ANI (@ANI) September 30, 2024
১৯৭৬ সাল। বাংলা তথা দেশের এই কিংবদন্তি অভিনেতা প্রথম সিনেমার দুনিয়া প্রথম পা রেখেছিলেন মৃণাল সেনের ‘মৃগয়া’ ছবিতে। সেই ছবিতে অসামান্য অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন মিঠুন চক্রবর্তী। এরপর থেকে আর ফিরে তাকাতে হয়নি এই কিংবদন্তিকে। তিনি পা রাখেন বলিউডে। ১৯৮২ সালের ডিস্কো ড্যান্সার ছবিকে ‘জিমি’র ভূমিকায় অভিনয় করে সুপারস্টারের তকমা পেয়ে যান দেশে। তাঁর অভিনীত ‘ডিস্কো ড্যান্সার’ ভারত ছাড়িয়ে সোভিয়েত ইউনিয়নের বক্স অফিসে একটি বড় সাফল্য পেয়েছিল। ২০২৪ সালের জানুয়ারিতে ভারত সরকার কর্তৃক তৃতীয় সর্বোচ্চ সম্মান পদ্মভূষণে ভূষিত হন মিঠুন। এবার দাদাসাহেব ফালকে পাওয়ার খবরে উচ্ছ্বসিত টলিউড। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।