কোচবিহার: এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে(MJN Medical) চিকিৎসকদের কর্মবিরতির জেরে ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা। বুধবার সকাল থেকেই চোখ, প্রসূতি সহ বিভিন্ন বিভাগের চিকিৎসকের দেখা পাওয়া যায়নি। ফলে হাজারেরও বেশি রোগী ভোগান্তির মুখে পড়েছেন। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে(RG Kar Death Case) তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় দেশজুড়ে আন্দোলন চলছে। সেই আন্দোলন শামিল হয় এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তারি পড়ুয়া ও চিকিৎসকরা। প্রথমে সোমবার তাঁরা বহির্বিভাগে কর্মবিরতি পালন করেন। বিভাগ বন্ধ করে রেখে বিক্ষোভ দেখান। মঙ্গলবার পরিষেবা স্বাভাবিক থাকলেও, বুধবার সকাল থেকে ফের কর্মবিরতি শুরু হয়েছে।
যদিও রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন, দুই-একটি জায়গায় সমস্যা হচ্ছে। তবে বাকি সব পরিষেবা স্বাভাবিক রয়েছে।