রাহুল মজুমদার, শিলিগুড়ি: রহস্যময়ীর বিরুদ্ধে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি বিধায়ক শংকর ঘোষ (Shankar Ghosh)। গত কয়েকদিন ধরেই উদ্দেশ্য করে এক্স হ্যান্ডলে পোস্ট করছেন এই রহস্যময়ী মহিলা। নিজেকে ভেরিফায়েড এক্স হ্যান্ডল অ্যাকাউন্ট থেকে নিজেকে বিজেপি নীতি আয়োগ এবং আইটি সেলের সদস্য পরিচয় দিয়ে একের পর এক পোস্ট করছেন তিনি। এনিয়ে এদিন শিলিগুড়ি সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়েছেন বিধায়ক শংকর ঘোষ।
শংকর ঘোষ বলেন, ‘স্বর্ণালি মজুমদার নামে ওই মহিলাকে সামাজিক মাধ্য়মে নিজেকে বেঙ্গালুরুর বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন। তিনি বিজেপির আইটি সেলের কেউ নন। তাঁকে চিনিও না।” তাঁর অভিযোগ, ‘অসাধু উদ্দেশ্যে এর আগেও এভাবে দলীয় নেতাকর্মীদের নামে কুৎসা করেছিলেন তিনি। এবার বিজেপি বিধায়ক, সাংসদদের বেছে নেওয়া হয়েছে।’
উল্লেখ্য, কিছুদিন আগেই স্বর্নালী মজুমদার নামে ভেরিফায়েড এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট থেকে একটি পোষ্ট শেয়ার করা হয়। সেই পোস্টে শিলিগুড়ির এক তরুণী (কর্মসূত্রে মুম্বাইতে থাকেন) এবং শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের ছবি পোষ্ট করা হয়। পাশাপাশি এক বিজেপি নেত্রীরও ছবি পোষ্ট করা হয়। ওই ছবি পোষ্ট করে লেখা হয় তরুণী প্রস্টিটিউশন মামলায় মুম্বাই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। পাশাপাশই বিজেপি নেত্রীর নামেও লেখা হয়। শুধু তাই নয় দীপঙ্কর আরোরাকেও জড়ানো হয়। এরপরেই তরুণী গিয়ে মুম্বাই সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই বিষয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পরেই রহস্যময়ী মহিলা ফের ভিডিও বার্তা দেয়। নিজেকে দীপঙ্কর আরোরার স্ত্রী পরিচয় দেন এবং শঙ্কর ঘোষকে রাজনীতির পাঠ পড়ান। এই বিষয়টি নিয়ে বিতর্ক বাড়তেই এবার আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দুই বিজেপি নেতা।