উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ইজরায়েলি সেনার মুহুর্মুহু আক্রমণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লেবানন। গাজার থেকে সরে গিয়ে এখন ইজরায়েলি সেনার আক্রমণের মূল টার্গেট লেবানন। ইরানের জঙ্গি সংগঠন হেজবোল্লাকে নিশ্চিহ্ন করতে রীতিমত ধ্বংসলীলায় মেতে উঠেছে ইজরায়েল (Israel)। প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুমিছিল। ইতিমধ্যেই হেজবোল্লা প্রধান হাসান নাসরাল্লাকে নিকেশ করেছে মোসাদ। এই মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ফলে আঞ্চলিক সংঘাত যে চরম সীমায় পৌঁছচ্ছে তা নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। এই আবহে সোমবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu)সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। হিংসার এই চরম আবহে আঞ্চলিক সংঘাত এড়ানোর বার্তা দিলেন তিনি।
প্রসঙ্গত, বিগত ১১ মাস ধরে গাজায় হামাসের বিরুদ্ধে ইজরায়েলের তীব্র আক্রমণের চিহ্ন এখনও বহন করে চলেছে গাজা। চারিদিকে শুধু মৃত্যুর হাহাকার আর মৃতদেহের স্তূপ। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পরেও মোদি এই বিষয়ে কথা বলেছিলেন নেতানিয়াহুর সঙ্গে। এবার লেবাননের যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বললেন দুই রাষ্ট্রনায়ক। নেতানিয়াহুর সঙ্গে তাঁর এই আলোচনার কথা প্রসঙ্গে নিজের এক্স হ্যান্ডেলে মোদি জানান, “ পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা হল ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে। আমাদের বিশ্বে সন্ত্রাসবাদের কোনও স্থান নেই। আঞ্চলিক সংঘাত রোধ করা এবং সমস্ত পণবন্দিদের নিরাপদ মুক্তি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত সর্বদা শান্তি ও স্থিতিশীলতা দ্রুত পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টাকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ।”