জাতীয়

‘আত্মনির্ভর ভারতের সূর্যোদয়ের সাক্ষী’, নয়া সংসদ ভবনের উদ্বোধনে মন্তব্য মোদির

নয়াদিল্লি: ‘নয়া সংসদ ভবন আত্মনির্ভর ভারতের সূর্যোদয়ের সাক্ষী’, এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংসদ ভবন উদ্বোধন করতে রবিবার সকাল ৭টা ১৫ মিনিট নাগাদ সেখানে পৌঁছোন প্রধানমন্ত্রী। এরপর সর্বধর্ম প্রার্থনা অনুষ্ঠান আয়োজিত হয়। তাতে যোগ দেন মোদি। তাঁর সঙ্গে ছিলেন স্পিকার, বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী এবং একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী।

পবিত্র অগ্নি যজ্ঞের মাধ্যমে নতুন সংসদ ভবনের পথ চলা শুরু হয়। স্বর্ণদণ্ড সেঙ্গল স্থাপন করেন প্রধানমন্ত্রী। বেদমন্ত্র উচ্চারণের মাধ্যমে সেঙ্গল স্থাপন করা হয়। এরপরই শুরু হয় উদ্বোধন অনুষ্ঠান। টাটা গোষ্ঠীর ওপর নতুন ভবন তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল। এদিন উদ্বোধন শেষে নির্মাণকর্মীদের অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী। তাঁদের উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়।

নয়া ভবনের আয়তন ৬৪ হাজার ৫০০ বর্গমিটার। যা নির্মাণে ব্যয় হয়েছে ৯৭১ কোটি টাকা। এই ভবনের তিনটি প্রবেশদ্বার রয়েছে- জ্ঞান দ্বার, শক্তি দ্বার এবং কর্ম দ্বার। নতুন লোকসভা হলে ৮৮৮টি ও রাজ্যসভা হলে ৩৮৪টি আসন রয়েছে।

২০২০ সালে মোদি সরকার ৯৭১ কোটি টাকা খরচে নতুন সংসদ ভবন তৈরির পরিকল্পনার কথা ঘোষণা করতেই এর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধীরা। দিল্লিতে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন, ‘পুরোনো সংসদ ভবন ভারতের স্বাধীনতা সংগ্রামের এবং গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতের আত্মপ্রকাশের সাক্ষী ছিল। আর এই নতুন সংসদ ভবন দেশের আত্মনির্ভর হয়ে ওঠার সাক্ষী থাকবে।’

এদিন ফের তাঁর মুখে শোনা গেল আত্মনির্ভর ভারতের সুর। নতুন ভবনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এই ভবন আত্মনির্ভর ভারতের সূর্যোদয়ের সাক্ষী। এই ভবন শুধুমাত্র একটি স্থাপত্য নয়। এই ভবন ১৪০ কোটি ভারতবাসীর আকাঙ্খা। এটা বিশ্বের কাছে ভারতের দৃঢ়চিত্তের বার্তা।’

Web Desk

Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Recent Posts

Malda | টোটোয় দলীয় পতাকা লাগিয়ে বুথে ভোটার আনার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

হরিশ্চন্দ্রপুর: টোটোর মধ্যে তৃণমূলের পতাকা লাগিয়ে গ্রামের বয়স্ক ভোটারদের নিয়ে বুথে আসার অভিযোগ উঠল তৃণমূলের…

12 mins ago

CM Mamata Banerjee | ‘আমি খুশি’, চাকরি বাতিল মামলায় সুপ্রিম নির্দেশ নিয়ে প্রতিক্রিয়া মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এসএসসি মামলা (SSC Recruitment Case) নিয়ে সুপ্রিম কোর্ট (Supreme Court) চাকরি…

23 mins ago

Harischandrapur | নাম বিভ্রাট! বুথ কর্মীদের ভুলে একে অপরের ভোট দিলেন দুই শিউলি

হরিশ্চন্দ্রপুরঃ দুই মহিলার নামই শিউলি খাতুন। তাঁদের ভোটকেন্দ্র একই বুথে। গ্রামও এক। আর সেখানেই এই…

25 mins ago

Sikkim Snowfall | উত্তর সিকিমে ফের তুষারপাত, সাদা চাদরে ঢাকল জিরো পয়েন্ট

শিলিগুড়ি: দমকা হাওয়ায় রাস্তায় পা রাখা দায়। এক পশলা বৃষ্টিতে সব রাস্তাই পিচ্ছিল। এমন পরিস্থিতিতে…

37 mins ago

CM Mamata Banerjee | দুর্গাপুরে কীর্তি আজাদের সমর্থনে রোড শো মমতার

দুর্গাপুর: এবার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) পাখির চোখ শিল্পনগরী দুর্গাপুর…

39 mins ago

Balurghat | বিচারপতি পরিচয়ে প্রতারণা! আইনজীবীকে ৭ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ

বালুরঘাট: নিজেকে হাইকোর্টের বিচারপতি পরিচয় দিয়ে চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ গঙ্গারামপুর (Gangarampur)…

58 mins ago

This website uses cookies.