নয়াদিল্লি: প্রান্তিক শ্রেণিকে উন্নয়নের মূলস্রোতে যুক্ত করতে জাতগণনায় তাদের আপত্তি নেই। সোমবার আরএসএসের (RSS) তরফে সেই ইঙ্গিত মেলার পর রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। মঙ্গলবার পর্যন্ত জাতগণনা নিয়ে অবস্থান স্পষ্ট করেনি বিজেপি। নীরব কেন্দ্র। তবে আরএসএসের অবস্থান বদলকে হাতিয়ার করে মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছে কংগ্রেস। এদিন দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের (Jairam Ramesh) দাবি, জাতগণনা ইস্যুতে আরএসএসের সবুজ সংকেত পাওয়ার পর এবার কংগ্রেসের প্রতিশ্রুতি বাস্তবায়িত করে কৃতিত্ব দাবি করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এক্স পোস্টে কংগ্রেসের প্রচার বিভাগের প্রধান লিখেছেন, ‘এখন আরএসএস সবুজ সংকেত দিয়েছে। তাহলে কি অ-জৈবিক প্রধানমন্ত্রী কংগ্রেসের আরও একটি গ্যারান্টি হাইজ্যাক করবেন? জাতগণনা হবে?’ এই নিয়ে সংঘ পরিবারকে নিশানা করে কংগ্রেস নেতা বলেছেন, ‘আরএসএসের অনুমতি নিয়ে কি জাতগণনা করতে হবে? নির্বাচনি প্রচারের জন্য জাতগণনাকে হাতিয়ার করা যাবে না বলে সংঘ কী বোঝাতে চেয়েছে? তারা কি বিচারক বা আম্পায়ার হতে পারে?’ দলিত, আদিবাসী এবং অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণির স্বার্থে ৫০ শতাংশ সংরক্ষণের সীমা তুলে দেওয়া নিয়ে আরএসএস নীরব কেন সেই প্রশ্ন তুলেছেন রমেশ।
লোকসভা ভোটের প্রচারে জাতগণনাকে প্রধান ইস্যু করেছিলেন রাহুল গান্ধি। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও তামিলনাডুতে ইন্ডিয়া জোটের ভালো ফলে পিছিয়ে পড়া শ্রেণির ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে মনে করা হচ্ছে। যার জেরে তৃতীয় মেয়াদে লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে আরএসএসের জাতগণনা সমর্থনের ইঙ্গিতকে সামনে রেখে কেন্দ্র-বিজেপির অস্বস্তি বৃদ্ধির চেষ্টা করছে কংগ্রেস। পাশাপাশি সেবি প্রধান মাধবী পুরী বুচের বিরুদ্ধে একাধিক উৎস থেকে আয়ের অভিযোগ নিয়েও সক্রিয়তা বাড়িয়েছে কংগ্রেস।
মঙ্গলবার দলের মুখপাত্র পবন খেরা বলেন, ‘গতকাল আমরা আইসিআইসিআই ব্যাংক থেকে সেবি সদস্য হওয়ার পরেও মাধবী পুরী বুচের আয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ব্যাংক প্রশ্নের জবাব দিয়েছে। কিন্তু তাতে নতুন প্রশ্ন সামনে এসেছে।’ খেরা জানান, আইসিআইসিআই ব্যাংকের তরফে জানানো হয়েছে, প্রাক্তন কর্মী হিসাবে তারা মাধবীকে পেনশন বাবদ ওই টাকা দিয়েছে। কংগ্রেস নেতার প্রশ্ন, আইসিআইসিআই ব্যাংক মাধবীকে যে পেনশন দিয়েছে তার পরিমাণ প্রত্যেক বছর বদলেছে। তিনি ওই সংস্থা ছেড়ে দেওয়ার পরেও ইএসওপি বাবদ টাকা পেয়েছিলেন। তাহলে আইআইসিআই ব্যাংক থেকে মাধবীর অবসরকালীন প্রাপ্তি তাঁর বার্ষিক গড় বেতনের চেয়ে বেশি হল কীভাবে? কেন আইসিআইসিআই ব্যাংক বুচের হয়ে টিডিএস প্রদান করেছে? ব্যাংক তার প্রাক্তন এবং বর্তমান কর্মচারীদের জন্য একই নিয়ম অনুসরণ করে কি না তা জানতে চেয়েছেন কংগ্রেস নেতা।