Friday, July 5, 2024
HomeTop NewsPM Narendra Modi | ভোট শেষ হতেই বিবেকানন্দ রকে ধ্যানে বসবেন মোদি!...

PM Narendra Modi | ভোট শেষ হতেই বিবেকানন্দ রকে ধ্যানে বসবেন মোদি! কী বললেন মুখ্যমন্ত্রী?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘ধ্যান করলে কেউ ক্যামেরা নিয়ে করে?’, বিবেকানন্দ রকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ধ্যান (Meditation) নিয়ে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন বারুইপুরের এক জনসভায় মমতা বলেন, ‘আপনি আর থাকবেন না মোদিবাবু। আপনার মেয়াদ ৪ তারিখ পর্যন্ত। বরং আপনি গিয়ে ধ্যান করুন।‘ মমতার আক্ষেপ, তিনি নিজেও ভেবেছিলেন কন্যাকুমারী যাবেন। কিন্তু সেই জায়গাটাও আরএসএস দখল করে নিল। তাই সেই পরিকল্পনা ভেস্তে গেল। তিনি বলেন, ‘আমার খুব দুঃখ হয়, কেন সবাই চুপচাপ থাকে। কেন কেউ প্রতিবাদ করে না। আমার খুব দুঃখ হয় ওই জায়গাটা ঋষি অরবিন্দ তৈরি করেছিলেন। স্বামী বিবেকানন্দের খুব প্রিয় জায়গা ছিল। আরএসএস (RSS) ওটা দখল করে নিল। তাঁর অভিযোগ, ‘প্রধানমন্ত্রীর এই ধ্যানের ব্যাপারটা পুরোটাই দেখনদারি। প্রত্যেকবার যেদিন শেষ নির্বাচন তার আগে কোথাও না কোথাও ঢুকে বসে থাকে। আর দেখায় ধ্যান করছেন। পুরো জায়গাটা এয়ার কন্ডিশন বানিয়ে নেয়।‘

প্রসঙ্গত, আগামী ৪ জুন লোকসভা ভোটের ফলপ্রকাশ (Poll Result)। তার আগেই তামিলনাড়ুর কন্যাকুমারীর বিবেকানন্দ রকে (Vivekananda Rock Memorial) ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই খোদ স্বামীজি ধ্যানস্থ হয়েছিলেন।

জানা গিয়েছে, আগামী ৩০ মে সপ্তম দফার ভোটপ্রচারের শেষদিন তামিলনাড়ুতে (Tamil Nadu) তিনদিনের সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সেখানে ৩০ মে সন্ধ্যা থেকে ধ্যান মণ্ডপমে ধ্যান শুরু করবেন। সেই ধ্যান চলবে ভোটের শেষদিন ১ জুন সন্ধ্যা পর্যন্ত। সপ্তম দফাতে মোদির কেন্দ্র বারাণসীতেও ভোট রয়েছে। পুলিশ জানিয়েছে, সন্ধ্যা নাগাদ কন্যাকুমারী (Kanniyakumari) থেকে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

২০১৯ সালে লোকসভা ভোটের ফলপ্রকাশের আগেও উত্তরাখণ্ডের কেদারনাথে একটি গুহায় ধ্যান করেছিলেন মোদি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পরে কেদার-যাত্রীদের কাছে সেই গুহা অন্যতম একটি দর্শনীয় স্থান হয়ে ওঠে। কেদারনাথ থেকে এক কিমি মতো হাঁটাপথে ১১ হাজার ৭০০ ফুট উচ্চতার ওই গুহা এখন রুদ্র ধ্যানগুহা নামে পরিচিত।

বিবেকানন্দ রক মেমোরিয়াল তামিলনাড়ুর কন্যাকুমারীতে অবস্থিত হিন্দুদের একটি পবিত্র স্মারকস্থল ও জনপ্রিয় পর্যটনকেন্দ্র। এটি কন্যাকুমারীর বাবাতুরাইয়ের কাছে মূল ভূখণ্ড থেকে ৫০০ মিটার দূরে সমুদ্রের উপর অবস্থান করছে। বিবেকানন্দ রক ভারতের প্রধান স্থলভাগের দক্ষিণতম বিন্দু। ১৮৯২ সালের ডিসেম্বর মাসে স্বামী বিবেকানন্দ এখানে এসে এই শিলাখণ্ডের উপর বসে দীর্ঘক্ষণ ধ্যান করেছিলেন। এখানে বসে তিনি ভারতের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে দীর্ঘক্ষণ চিন্তা করেন। তারই স্মৃতিতে ১৯৭০ সালে বিবেকানন্দ রক মেমোরিয়াল কমিটি এখানে একটি স্মারকস্থল নির্মাণ করে।

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Noida Shopping Mall Fire | বিধ্বংসী অগ্নিকাণ্ড নয়ডার শপিং মলে, আতঙ্কে হুড়োহুড়ি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধ্বংসী অগ্নিকাণ্ড নয়ডার শপিং মলে। শুক্রবার সকালে উত্তরপ্রদেশের নয়ডার একটি শপিং মলের ভিতরে পোশাকের একটি শোরুমে আচমকাই আগুন লেগে যায়।...

Islampur | ইলুয়াবাড়িতে শিল্পহীন তালুক, ব্যবসায়ীদের বিরুদ্ধে পালটা অভিযোগ সরকারি সংস্থার

0
ইসলামপুর: ইসলামপুর ইলুয়াবাড়ি শিল্পতালুক যেন রূপকথা গল্পের সেই 'কুমিরছানা।' একাধিক ব্যবসায়ী জমি বাবদ সবমিলিয়ে প্রায় ১০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা করলেও এখনও শিল্পতালুকের...

Darjeeling landslide | দার্জিলিংয়ে ধস, প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, জারি সতর্কতা

0
শিলিগুড়ি: প্রবল বৃষ্টিতে দার্জিলিংয়ের লেবং কার্ট রোডে ধস (Darjeeling landslide) নেমে বিপত্তি। ক্ষতিগ্রস্ত হল দুটি গাড়ি। যদিও সেইসময় গাড়িতে কেউ না থাকায় হতাহতের কোনও...

Naxalbari | বেহাল নকশালবাড়ি উপস্বাস্থকেন্দ্র, সাপের আতঙ্কে রোগীরা

0
নকশালবাড়ি: উপস্বাস্থকেন্দ্রের বেহাল দশায় ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের। সাপের ভয়ে রোগীরা স্বাস্থ্যকেন্দ্রমুখী হচ্ছেন না। এলাকার একমাত্র উপস্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার রাস্তা জলকাদাময়। দু’দিকে চা বাগান ও জঙ্গলপূর্ণ।...
goutam-goswami

TMC Leader Arrest | জমিকাণ্ডে গ্রেপ্তার শিলিগুড়ির আরও এক তৃণমূল নেতা

0
শিলিগুড়ি: সম্প্রতি সরকারি জমি জবরদখল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) কড়া বার্তার জের। গ্রেপ্তার হলেন শিলিগুড়ির (Siliguri) আরও এক তৃণমূল নেতা (TMC...

Most Popular