ক্রিকেটের বিশ্বযুদ্ধ

লখনউ এর পিচ স্লো! ইংল্যান্ড ম্যাচে অনিশ্চিত মহম্মদ শামি, বদলে খেলতে পারেন রবিচন্দ্রন অশ্বিন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে জাত চিনিয়েছিলে পরিবর্ত ক্রিকেটার মহম্মদ শামি। তা সত্ত্বেও ইংল্যান্ড ম্যাচে অনিশ্চিত এই ফাস্ট বোলার। চোটের কারণে নিউজিল্যান্ডের ম্যাচে মাঠে দেখা যায়নি অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়াকে। পাণ্ডিয়ার বদলে দলে জায়গা পেয়েছিল মহম্মদ শামি। মাঠে নেমেই বাজিমাৎ করেন তিনি। ভারতীয় ক্রিকেট দল সূত্রে খবর, শামি নন, বাটলারদের বিরুদ্ধে রবিচন্দ্রন অশ্বিনকে খেলানো হতে পারে। সূর্যকুমার ফের সুযোগ পেতে পারেন।

রবিবার বিশ্বকাপে লখনউতে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। বিশ্বকাপে টানা পাঁচটি ম্যাচ জিতে পয়েন্টের নিরিখে লিগ টেবিলের শীর্ষে রোহিতরা। অন্যদিকে বিশ্বকাপের লিগ পর্যায়ে একটিও ম্যাচ জিততে পারেনি জস বাটলাররা। ভারতের বিরুদ্ধে নামার আগে বৃহস্পতিবারও ইংল্যান্ড হেরে যায় শ্রীলঙ্কার কাছে।

এদিকে, রবিবারের ম্যাচেও চোট থাকার কারণে দলের বাইরে তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। এখনও ভারতীয় অলরাউন্ডার হার্দিকের গোড়ালির চোট এখনও পুরোপুরি সারেনি। বিশ্বকাপের পরের দু’টো ম্যাচে খেলতে পারবেন না তিনি। নিউজিল্যান্ডের ম্যাচে হার্দিক না থাকায় রোহিত শর্মা খেলিয়েছিলেন মহম্মদ শামিকে। সুযোগ পান সূর্যকুমার যাদবও।   কিউয়িদের বিরুদ্ধে ম্যাচে সূর্যকুমার রান না পেলেও সুপার হিট মহম্মদ শামি। শামি নিয়েছেন ৫ উইকেট। চলতি বিশ্বকাপে পরিবর্ত খেলোয়াড় হিসেবে সুযোগ পেয়েই জাত চিনিয়েছেন বাংলার পেসার।

পাঁচ উইকেট নেওয়ার পরেও কি দলে জায়গা পাকা শামির? যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ভারতীয় ক্রিকেট দল সূত্রে খবর, শামি নন, বাটলারদের বিরুদ্ধে রবিচন্দ্রন অশ্বিনকে খেলানো হতে পারে। সূর্যকুমারকে আরও একটা ফের সুযোগ দেওয়া হতে পারে। কেন শামির খেলার সম্ভাবনা কম? সূত্রের খবর, লখনউয়ের একনা স্টেডিয়ামের পিচ স্লো থাকার কারণে পেসারদের তুলনায় বাড়তি সুবিধা পাবেন স্পিনাররা। এই যুক্তিতে ইংল্যান্ড ম্যাচে নাও দেখা যেতে পারে মহম্মদ শামিকে।

এদিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে সুযোগ পেয়েছিলেন অশ্বিন। তারপর থেকে ডাগআউটেই বসে রয়েছেন ভারতের এই স্পিনার। ইংল্যান্ডের বিরুদ্ধে ফের সুযোগের সম্ভাবনা তৈরি হয়েছে।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Viral | হুবহু নরেন্দ্র মোদির মতো দেখতে! ফুচকা বিক্রেতাকে দেখে অবাক নেটপাড়া

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফুচকা বিক্রি করে আর পাঁচজন সাধারণ মানুষের মতোই দিন কাটাচ্ছিলেন। কিন্তু…

32 mins ago

ব্রেকফাস্টে স্বাস্থ্যকর কিছু খেতে চান? বানিয়ে নিন ‘রাগি ওয়াফেল’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রোজ রোজ একই ব্রেকফাস্ট খেতে কারোরই ভালো লাগে না। রোজকার খাবার…

36 mins ago

Malda | সরকারি কাজে নিযুক্ত ঠিকাদারের কাছে তোলা আদায়ের চেষ্টা, প্রাণে মারার হুমকি!

সৌরভ কুমার মিশ্র, হরিশ্চন্দ্রপুর: এলাকায় সরকারি কাজ করছিলেন এক ঠিকাদার। আর সেই কাজের জন্য ছয়…

44 mins ago

Raiganj | পুকুর ভরাট করছে শাসকদলের লোকজন! হুঁশ নেই প্রশাসনের

রায়গঞ্জ: ২০১৯ সালের ২৫ নভেম্বর জিতেন্দ্র সিং বনাম ভারতের পরিবেশ মন্ত্রকের মামলায় রায়ের ১৮-২১ অনুচ্ছেদে…

51 mins ago

Malda | দক্ষিণ মালদায় নির্বাচনি প্রচারে ঝড় প্রার্থীদের

মালদা: দ্বিতীয় দফার নির্বাচন শেষ। এবার লক্ষ্য তৃতীয় দফার নির্বাচন (Loksabha Election 2024)। সমস্ত রাজনৈতিক…

1 hour ago

Malda | ‘নির্বাচন কমিশনের আধিকারিকদের ডান্ডা মেরে ঠান্ডা করে দিন’, তৃণমূল নেতার নিদান ঘিরে বিতর্ক

সৌরভ কুমার মিশ্র, হরিশ্চন্দ্রপুর: ভোটের আবহে নির্বাচন কমিশনের আধিকারিকদের ‘ডান্ডা মেরে ঠান্ডা’ করে দেওয়ার নিদান…

1 hour ago

This website uses cookies.