কলকাতা: মহমেডানের ষষ্ঠ বিদেশি হিসেবে দলে যোগ দিতে চলেছেন ফরাসি ডিফেন্ডার ফ্লোরেন্ট ওগিয়ের। ফরাসি লিগ ওয়ানে ৭০টি ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার। আফ্রিকান ডিফেন্ডার কাম ডিফেন্সিভ মিডিও মহম্মদ কাদিরি আইএসএল শুরুর আগেই চোট পেয়ে ছিটকে যান। তাঁর বদলে পর্তুগিজ ডিফেন্ডার নুনো রিজের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করে ফেলেছিল মহমেডান। কিন্তু শেষ মুহূর্তে সাদা-কালো শিবিরকে টপকে নুনোকে দলে নেয় মোহনবাগান সুপার জায়েন্ট। এবার তাই ফরাসি ডিফেন্ডার ফ্লোরেন্টকে দলে নিতে চলেছে তারা। শোনা যাচ্ছে, এই ফরাসি ডিফেন্ডারের সঙ্গে চুক্তিও হয়ে গিয়েছে সাদা-কালো শিবিরের। তাঁকে দ্রুত দেশে আনতে চাইছেন ক্লাব কর্তারা।
এদিকে, বৃহস্পতিবার দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করলেন রেমসাঙ্গা ও রোচারজেলা। হালকা চোট থাকায় আগেরদিন সাইডলাইনে ছিলেন তারা। এফসি গোয়ার বিরুদ্ধে দলের নামার আগে সবাই ফিট থাকায় আপাতত চিন্তামুক্ত মহমেডান কোচ আন্দ্রেই চেরনিশভ।