কলকাতা: চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ঐতিহাসিক জয়। এই ম্যাচ থেকে তিন পয়েন্টের পাশাপাশি অনেকটা আত্মবিশ্বাসও প্রাপ্তি মহমেডান শিবিরের।
আইএসএলে নিজেদের প্রথম অ্যাওয়ে ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে শুক্রবার বিকালেই শহরে ফিরেছে মহমেডান স্পোর্টিং ক্লাব। পরের ম্যাচই ডার্বি। ৫ অক্টোবর যুবভারতীতে মোহনবাগানের মুখোমুখি হবে সাদা-কালো ব্রিগেড। দীর্ঘদিন পর সিনিয়ার পর্যায়ে ডার্বি খেলবে মহমেডান। স্বাভাবিকভাবেই বাড়তি উন্মাদনা থাকবে। শনি ও রবিবার বিশ্রাম নিয়ে সোমবার থেকে সেই ম্যাচের মহড়া শুরু করে দেবে মহমেডান। তবে কোচ আন্দ্রেই চেরনিশভ ইতিমধ্যেই বাগান ম্যাচ নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন।
চেন্নাইয়ানকে তাদের ঘরের মাঠে হারিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছেন চেরনিশভের ছেলেরা। আইএসএলের ইতিহাসে পঞ্চম দল হিসাবে প্রথম অ্যাওয়ে ম্যাচ থেকেই পুরো পয়েন্ট ঘরে তুলেছে মহমেডান। কলকাতার দলগুলোর মধ্যে এতদিন এই রেকর্ড ছিল এটিকে ও মোহনবাগান সুপার জায়েন্টের। ম্যাচের পর সাদা-কালো কোচও আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, ‘আমাদের ছেলেরা জানে কীভাবে বড় ম্যাচে জিততে হয়। এটা প্রমাণ করতে পেরেছি আমরা আইএসএলে খেলার যোগ্য।’
যদিও ওয়েন কোয়েলের দলের বিরুদ্ধে প্রথম দুটো ম্যাচের মতো দাপট দেখাতে পারেনি মহমেডান। চেরনিশভ মনে করছেন ক্লান্তিই এর অন্যতম কারণ। বলেন, ‘চেন্নাইয়ান যে আগ্রাসী মেজাজে শুরু করবে সেব্যাপারে আমাদের ধারণা ছিল। ওরা এই ম্যাচের আগে অনেকদিন বিশ্রাম পেয়েছে। অনেক তরতাজা হয়ে নেমেছিল। তুলনায় আমরা ক্লান্ত ছিলাম।’ সেদিক থেকে দেখতে গেলে মোহনবাগানের মুখোমুখি হওয়ার আগে ৮ দিন বিশ্রাম পাবে মহমেডান। দলে কোনও চোট-আঘাতেরও খবর নেই। ফলে দলটাকে আরও গুছিয়ে নেওয়ার জন্য বেশ খানিকটা সময় পাবেন চেরনিশভ।
এদিকে সাদা-কালোর নতুন বিদেশি ডিফেন্ডার ফ্লোরেন্ট ওগিয়ের এখনও ভিসা পাননি। ৫ তারিখের আগে চলে এলেও ডার্বিতে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।