সুস্মিতা গঙ্গোপাধ্যায়, কলকাতা: শুরুতে নড়বড়ে ভাব থাকলেও এই মুহূর্তে ধারাবাহিকতায় অবশ্যই টক্কর দেবে এফসি গোয়া। সেদিক থেকে দেখতে গেলে শুক্রবারের গোয়া-মোহনবাগান সুপার জায়েন্ট দ্বৈরথ নিশ্চিতভাবেই আইএসএলের অন্যতম সেরা দুই দলের লড়াই।
লিগ-শিল্ডের লড়াইয়ে খানিকটা এগিয়ে গেলেও তাড়া করে আসা দলগুলির মধ্যে রয়েছে বেঙ্গালুরু এফসি ও গোয়াও। যার মধ্যে সুনীল ছেত্রীদের বিরুদ্ধে হারের পর অবশ্য এখন টানা আট ম্যাচ অপরাজিত মোহনবাগান। আর সেটাই তাদের আত্মবিশ্বাসী করে তুলেছে। আর এর জন্য কোচ-ফুটবলারদের দৃঢ় মানসিকতার পরিচয় পাওয়া গিয়েছে চেন্নাইয়ান এফসি এবং কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে। দুই ম্যাচেই শেষ পাঁচ মিনিটে খেলার ভোলবদল করে তিন পয়েন্ট অর্জন করেছেন গ্রেগ স্টুয়ার্ট-আলবার্তো রডরিগেজরা। গোয়ার কোচ মানোলো মার্কুয়েজ বলছেন, তাঁর দল লিগের সবথেকে শক্তিশালী দলের বিরুদ্ধে নিজেদের মাঠে নামতে চলেছে। তাঁর মন্তব্য, ‘সবথেকে শক্তিশালী দলের বিপক্ষে খেলতে হবে আমাদের। দলে একাধিক জাতীয় দলের ফুটবলার ছাড়াও আছে সেরা বিদেশিরা। তাই জিততে গেলে আমাদের খুবই লড়তে হবে।’
কোচ হোসে ফ্রান্সিসকো মোলিনা পরিষ্কার জানাচ্ছেন, তাঁর দলের মনোভাব বদলের কোনও সম্ভাবনাই নেই। ওখানকার গরমের সঙ্গে মানিয়ে নিতে এবার গোয়ায় গিয়ে পরপর দুইদিন অনুশীলন করলেন জেসন কামিন্সরা। দলের লক্ষ্য সম্পর্কে মোলিনার মন্তব্য, ‘ভালো খেলা, যথাসম্ভব গোল করা ও কম গোল খাওয়া, এই তিনটি জিনিসই আমি ছেলেদের থেকে একসঙ্গে চাই। হয়তো সেরা খেলা না খেলেও ম্যাচ জিতেছি। কারণ আমাদের দল শক্তিশালী। ছেলেদের মধ্যে বোঝাপড়া ও চারিত্রিক দৃঢ়তা দুটিই আছে। কিন্তু সেটা আমার পছন্দ নয়। আমি চাই দল ভালো খেলে জিতুক।’ তিনি যেটা বারবারই বলেন, গোয়াতে গিয়েও সেটাই বলছেন যে তাঁর কাছে শুক্রবারের ম্যাচটাই এখন সবথেকে গুরুত্বপূর্ণ। তাঁর বক্তব্য, ‘অবশ্যই শিল্ড জয়ের চেষ্টা থাকবে আমাদের। তার জন্য ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তবে আপাতত আমাদের লক্ষ্য শুধু শুক্রবারের ম্যাচ। আশা করি গোয়ার বিপক্ষেও ভালো খেলে দল জিতবে।’
দলের সঙ্গে গেলেও স্টুয়ার্ট এই ম্যাচেও নেই। তবে মোলিনার দলে এইমুহূর্তে সুপার সাব হয়ে প্রায় প্রতি ম্যাচেই বাজিমাত করছেন জেসন কামিংস। কোচের বক্তব্য, ‘সবাইকে একসঙ্গে মাঠে নামানো তো সম্ভব নয়। ফুটবলাররা আমার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। আমার বেঞ্চ শক্তিশালী। এটা আমার সুবিধা। পরে নেমে জেসন, আশিক কুরুনিয়ান, গ্রেগরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এটা আমার জন্য ভালো।’ নিজের ঘরের মাটিতে ভালো খেলতে চান লিস্টন কোলাসোও। গোয়ান এই উইঙ্গারের বক্তব্য, ‘নিজেদের রাজ্যের মানুষের সামনে খেলার অনুভূতি সবসময়ই স্পেশাল। আপাতত মোহনবাগানই আমার নিজের দল। আমাদের আসল লক্ষ্য শিল্ড ধরে রাখা। সঠিক পথেই এখনও পর্যন্ত আছি আমরা। আশা করছি, শুক্রবারও তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ব।’
সেটা পারবেন কিনা তা সময়ই বলবে। তবে আইএসএলে গত চার বছরের রেকর্ড বলছে, অ্যাডভান্টেজ মোহনবাগান।