কলকাতা: ডুরান্ড কাপের ফাইনালে হারের ক্ষত সমর্থকদের মনে এখন দগদগে হয়ে আছে। যা শুকিয়ে যাওয়ার আগেই তাঁদের প্রিয় দল নেমে পড়তে চলেছে আইএসএলের লিগ-শিল্ড ও চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে। প্রথম ম্যাচে মুম্বই সিটি এফসি-র মতো শক্তিশালী দলের বিরুদ্ধে মাঠে নামার আগে তাঁর দলের প্রস্তুতি সঠিক পথেই চলছে বলে জানিয়ে দিলেন হোসে ফ্রান্সিসকো মোলিনা।
এদিনই বলতে গেলে বেজে গেল আইএসএলের দামামা। জামশেদপুর এফসি, সদ্য ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড এফসি, ওডিশা এফসি, পাঞ্জাব এফসি ও কলকাতার তিন দল মহমেডান স্পোর্টিং ক্লাব, ইস্টবেঙ্গল এফসি ও মোহনবাগান সুপার জায়েন্টের কোচ-ফুটবলাররা নিজেদের লিগ প্রস্তুতি এবং ভাবনাচিন্তা মেলে ধরলেন সংবাদমাধ্যমের সামনে। ডুরান্ড ফাইনালে হারের পরই মোলিনা জানান, তাঁর দলের অনেক ভুলত্রুটি শোধরাতে হবে। দুইদিন ছুটির পর বুধবার থেকেই তাঁর দলের প্রস্তুতি শুরু হল। এই অল্প সময়ে তাঁর দল কি তৈরি হয়ে যেতে পারবে, এই প্রশ্নের উত্তরে স্পেনের প্রাক্তন টেকনিকাল ডিরেক্টর বলেছেন, ‘আইএসএলের জন্য দল সঠিক পদ্ধতির মাধ্যমে তৈরি হচ্ছে। গত একমাস ধরে আমরা একসঙ্গে কাজ করছি। এখনও বেশ কিছু বিষয়ে উন্নতির দরকার আছে। যেভাবে ট্রেনিং হচ্ছে তাতে দলের ছেলেদের খেলায় উন্নতি হবে বলে আমি আত্মবিশ্বাসী। জাতীয় দলের ফুটবলাররা এখন শিবিরে। ওরা ফিরে আসার পর দলের সঙ্গে মাত্র দুই-তিনদিনই অনুশীলনের সুযোগ পাবে। তবে যেহেতু ওরা খেলার মধ্যে থাকবে, তাই সমস্যা হবে না।’ গত মরশুমে মোহনবাগান লিগ-শিল্ড জেতে। তাঁর আগেরবার আইএসএল চ্যাম্পিয়ন হয়। স্বাভাবিকভাবেই মোহনবাগান সমর্থকদের এবারও একই চাহিদা থাকবে। বা বলা ভালো, ডাবল হলে তাঁরা বেশি খুশি হবেন। আর এই সাফ্যলের চাপ পুরোপুরি আসছে মোলিনার উপরেই। তিনি অবশ্য বলছেন, ‘আমার উপর কোনও চাপ নেই। অনেক বছর হল কোচিং করাচ্ছি। গত বছর বা তার আগে দল খুব ভালো খেলেছিল। কিন্তু শুধুই গত মরশুমের কথা ভাবলে চলবে না। আমি অতীত নিয়ে ভাবছি না। বরং বর্তমানে কী করতে পারি, সেদিকে তাকিয়ে আছি।’ এবারই মোহনবাগান ছেড়েছেন আনোয়ার আলি। দুই নতুন বিদেশি ডিফেন্ডার যোগ দিয়েছেন। কিন্তু তাঁরা এখনও পুরোপুরি দলের সঙ্গে মানিয়ে নিতে পেরেছেন বলে মনে হয়নি। শোনা যাচ্ছে প্রীতম কোটাল বা কোনও একজন ভারতীয় ডিফেন্ডার নিতে পারে মোহনবাগান। কিন্তু এই প্রসঙ্গ উঠতেই মোলিনা এড়িয়ে গিয়ে বললেন, ‘আমি তো এরকম কিছু জানি না।’ ডিফেন্সের খারাপ খেলা নিয়ে অবশ্য তাঁর মন্তব্য, ‘ডুরান্ড ফাইনাল থেকে আমাদের শিক্ষা নিতে হবে। দ্বিতীয়ার্ধে আমরা খুব খারাপ খেলেছি। তবে ডিফেন্ডাররাও নতুন। ওদের কিছুটা সময় দিতে হবে মানিয়ে নেওয়ার জন্য। আইএসএলে নতুন করে সবকিছু শুরু করতে হবে। আশা করি, সব মেরামত হয়ে যাবে এর মধ্যে।’ জেমি ম্যাকলারেন কী অবস্থায় আছেন, সেই বিষয়ে তিনি কিছু বলতে রাজি হননি। জেসন কামিংস মনে করেন, ডুরান্ড হারের প্রভাব লিগে পড়বে না। তাঁর মন্তব্য, ‘আমরা নিজেদের গুছিয়ে নিতে পারব এবং আরও ভালো খেলব।’
এবার তাঁদের আইএসএলের সঙ্গেই খেলতে হবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গ্রুপ লিগের ম্যাচ। বারবারই দেখা গেছে, এতে চাপ হয় ফুটবলারদের দিমিত্রিস পেত্রাতোস অবশ্য বলছেন, ‘আমার কোনও সমস্যা হবে না। ভারসাম্য রেখে খেলতে হবে। তাছাড়া কোচ আছেন কোথায় কীভাবে খেলতে হবে, সেসব বলে দেওয়ার জন্য।’
Mohun Bagan | অতীতের স্মৃতি নয়, বর্তমানে ভালো ফল চান মোলিনা
LATEST POSTS
Changrabandha | ট্রাক ধর্মঘটের জের, বন্ধ চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে রপ্তানি বাণিজ্য
চ্যাংরাবান্ধা: সাত দফা দাবিতে ১১ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন (Federation Of West Bengal...
Asansol | জাল লাইসেন্স দেখিয়ে বেসরকারি সংস্থায় গান ম্যানের চাকরি, আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ৫
কুলটিঃ আগ্নেয়াস্ত্রের জাল লাইসেন্স দেখিয়ে একটি বেসরকারি সংস্থায় গান ম্যানের কাজ নিয়েছিলেন জনা কয়েক যুবক। সম্প্রতি, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশ...
DRDO | ৯ হাজার কিমি পাল্লার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ডিআরডিও
নয়াদিল্লি: পরমাণু অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কে-৫ তৈরি করছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৯০০০ কিলোমিটার। ২০০০ কেজি ওজনের...
Dubai | বিচ্ছেদের পর ‘ডিভোর্স’ সুগন্ধী এনে চমক রাজকন্যার
দুবাই: নারীসঙ্গে মজে স্বামী। স্ত্রী মানবেন কেন? এই অভিযোগে বিয়ের এক বছরের পরে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন দুবাইয়ের রাজকুমারী শাইখা মাহরা মোহাম্মদ রশিদ অল...
Jammu and Kashmir | নিশ্ছিদ্র সীমান্তের নিশ্চয়তা বিএসএফ-এর
শ্রীনগর: জঙ্গি তৎপরতা ও অনুপ্রবেশে জেরবার সীমান্তবর্তী জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) বিধানসভা নির্বাচন তিন দফায়। ভোট শুরু হচ্ছে ১৮ সেপ্টেম্বর। চলতি বছরেও...