Tuesday, October 8, 2024
HomeখেলাধুলাMohun Bagan | ইরানে খেলতে যাচ্ছে না মোহনবাগান, ৩৫ ফুটবলারের সই করা...

Mohun Bagan | ইরানে খেলতে যাচ্ছে না মোহনবাগান, ৩৫ ফুটবলারের সই করা চিঠি পাঠানো হল এএফসি-তে

কলকাতা: ইরানে না যাওয়ার সিদ্ধান্ত মোহনবাগান সুপার জায়েন্টের। বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ম্যাচ খেলে রবিবার কলকাতায় ফিরে আসার পরই বোঝা যাচ্ছিল ট্র্যাক্টর এফসি-র বিরুদ্ধে সম্ভবত না খেলারই সিদ্ধান্ত নিতে চলেছে হোসে মোলিনার দল। যদিও ম্যানেজম্যান্টের তরফে বেসরকারিভাবে জানানো হয়, তারা এএফসিকে চিঠি দিয়েছে। যেখানে ইরানের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে ফুটবলারদের নিরাপত্তাহীনতার কথা জানানো হয় এবং সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত অপেক্ষা করা হবে এশিয়ার সর্বোচ্চ সংস্থার উত্তরের জন্য। কিন্তু এদিন সময়সীমা পার হয়ে গেলেও এএফসি-র তরফ থেকে কোনও উত্তর আসেনি। এমনকি এএফসি-র ওয়েবসাইটে ম্যাচ অন বলে দেখানো হচ্ছে। এরপরেই ক্লাবের ৩৫ জন ফুটবলারের সই করা একটি চিঠি এএফসি, কেন্দ্রীয় সরকার ও বিদেশি মন্ত্রককে পাঠিয়ে দেওয়া হয়। যে চিঠিতে ফুটবলাররা তাঁদের নিজেদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা জাহির করে অনুরোধ করেন ম্যাচ পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ইরানেরই কোনও ভেন্যুতে দিতে। অথবা কোনও নিরপেক্ষ জায়গায় খেলানো হোক।

অন্দরের খবর, মোহনবাগান ফুটবল দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা নিজে এই বিষয়টিতে সিদ্ধান্ত নিচ্ছেন। দলের এক কর্তা প্রশ্ন করেন, ‘যেখানে দল থাকবে বলে বুকিং করা হয়, সেখান থেকে মাঠ প্রায় ১৩১ কিলোমিটার দূরে। এতটা পথ যাওয়ার সময় যে কোনও দুর্ঘটনা ঘটে যাবে না, তার নিশ্চয়তা কে দেবে?’ ক্লাব কর্ণধার দলের সঙ্গে যুক্তদের জানিয়ে দিয়েছেন, কোনওভাবেই ফুটবলারদের নিরাপত্তার বিষয়টিকে অগ্রাহ্য করে খেলতে পাঠানো যাবে না। সূচি একান্তই পরিবর্তন না করা হলেও এই সিদ্ধান্তের পরিবর্তন করা হবে না বলে মোহনবাগানের তরফে জানানো হয়। সেক্ষেত্রে তিন পয়েন্ট তিন গোল ছাড়াও জরিমানা হওয়ার সম্ভাবনা সবুজ-মেরুনের। এএফসি-র টুর্নামেন্ট থেকে তাদের বহিষ্কার করা হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Durga Puja 2024 | পুজোর কদিনও কি মেনটেন হবে ডায়েট? কীভাবে চলবে খাওয়া-দাওয়া?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পুজোয় জমিয়ে খাওয়া দাওয়ার মাঝেই শরীরের দিকেও নজরটা যাতে থাকে। তাই ডায়েট মেনটেন করতে ভুলে গেলে চলে কীভাবে? ডায়েট মানে...

Zakir Naik । ইসলামিক সমাজেও কেন শিশু ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ ঘটে?’ তরুণীর প্রশ্নে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ফের বিতর্কে জড়ালেন ইসলামী ধর্মগুরু জাকির নায়েক। বর্তমানে পাকিস্তান সফরে রয়েছেন জাকির। সেখানেই এক অনুষ্ঠানে হাজির তরুণীর প্রশ্নের মুখে মেজাজ...

Dipa Karmakar | অবসর ঘোষণা দীপা কর্মকারের, ৩১ শেই বড় সিদ্ধান্ত তারকা জিমন্যাস্টের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ৩১ বছর বয়সেই অবসরের সিদ্ধান্ত নিলেন দেশের অন্যতম সেরা জিমন্যাস্ট( gymnast) দীপা কর্মকার। সোমবার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে নিজের...

Sunita Williams | আমেরিকার নির্বাচনে মহাকাশ থেকেই ভোট দেবেন সুনীতা উইলিয়ামস, কীভাবে?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ইতিহাস সৃষ্টি করতে চলেছেন সুনীতা উইলিয়ামস(Sunita Williams)। আসন্ন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে(US Presidential election) নিজের ভোট তিনি দেবেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন...

Gujarat | তীর্থযাত্রী বোঝাই বাস উলটে গেল গুজরাতে, মৃত ৩

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অম্বাজি মন্দির দর্শনে গিয়েছিলেন পুন্যার্থীরা। ফেরার পথে সেই তীর্থযাত্রী বোঝাই বাস উলটে যায় গুজরাতের বনসকাঁটা জেলায়(Banaskantha district)। ঘটনায় মৃত্যু হয়েছে...

Most Popular