কলকাতা: ইরানে না যাওয়ার সিদ্ধান্ত মোহনবাগান সুপার জায়েন্টের। বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ম্যাচ খেলে রবিবার কলকাতায় ফিরে আসার পরই বোঝা যাচ্ছিল ট্র্যাক্টর এফসি-র বিরুদ্ধে সম্ভবত না খেলারই সিদ্ধান্ত নিতে চলেছে হোসে মোলিনার দল। যদিও ম্যানেজম্যান্টের তরফে বেসরকারিভাবে জানানো হয়, তারা এএফসিকে চিঠি দিয়েছে। যেখানে ইরানের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে ফুটবলারদের নিরাপত্তাহীনতার কথা জানানো হয় এবং সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত অপেক্ষা করা হবে এশিয়ার সর্বোচ্চ সংস্থার উত্তরের জন্য। কিন্তু এদিন সময়সীমা পার হয়ে গেলেও এএফসি-র তরফ থেকে কোনও উত্তর আসেনি। এমনকি এএফসি-র ওয়েবসাইটে ম্যাচ অন বলে দেখানো হচ্ছে। এরপরেই ক্লাবের ৩৫ জন ফুটবলারের সই করা একটি চিঠি এএফসি, কেন্দ্রীয় সরকার ও বিদেশি মন্ত্রককে পাঠিয়ে দেওয়া হয়। যে চিঠিতে ফুটবলাররা তাঁদের নিজেদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা জাহির করে অনুরোধ করেন ম্যাচ পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ইরানেরই কোনও ভেন্যুতে দিতে। অথবা কোনও নিরপেক্ষ জায়গায় খেলানো হোক।
অন্দরের খবর, মোহনবাগান ফুটবল দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা নিজে এই বিষয়টিতে সিদ্ধান্ত নিচ্ছেন। দলের এক কর্তা প্রশ্ন করেন, ‘যেখানে দল থাকবে বলে বুকিং করা হয়, সেখান থেকে মাঠ প্রায় ১৩১ কিলোমিটার দূরে। এতটা পথ যাওয়ার সময় যে কোনও দুর্ঘটনা ঘটে যাবে না, তার নিশ্চয়তা কে দেবে?’ ক্লাব কর্ণধার দলের সঙ্গে যুক্তদের জানিয়ে দিয়েছেন, কোনওভাবেই ফুটবলারদের নিরাপত্তার বিষয়টিকে অগ্রাহ্য করে খেলতে পাঠানো যাবে না। সূচি একান্তই পরিবর্তন না করা হলেও এই সিদ্ধান্তের পরিবর্তন করা হবে না বলে মোহনবাগানের তরফে জানানো হয়। সেক্ষেত্রে তিন পয়েন্ট তিন গোল ছাড়াও জরিমানা হওয়ার সম্ভাবনা সবুজ-মেরুনের। এএফসি-র টুর্নামেন্ট থেকে তাদের বহিষ্কার করা হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।