কলকাতা: নর্থইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে টম অ্যালড্রেডের পাশে দীপেন্দু বিশ্বাসকে খেলানোর পরিকল্পনা করেছেন মোহনবাগান সুপার জায়েন্ট কোচ হোসে মোলিনা। বৃহস্পতিবার অনুশীলনে সেইরকম ইঙ্গিত পাওয়া গেল। পাশাপাশি শুভাশিস বসুর পরিবর্তে আশিক কুরুনিয়ানকে তৈরি রাখছেন তিনি।
বৃহস্পতিবার বেশিরভাগ সময় ম্যাচ প্রাকটিস করালেন মোলিনা। সেখানেই চার ডিফেন্ডার হিসেবে আশিস রাই, অ্যালড্রেড, দীপেন্দু ও আশিককে খেলালেন। নেস্টর অ্যালবিয়াক, অ্যালাড্ডিন আজারাই ও জিতিন এমএসের মতো স্ট্রাইকার রয়েছে নর্থইস্টে। তাই চার ডিফেন্ডারের সামনে কখনও আপুইয়া আবার কখনও থাপাকে রেখে অনুশীলন করিয়েছেন মোলিনা।
আপফ্রন্টে গ্রেগ স্টুয়ার্টের সঙ্গে জেমি ম্যাকলারেন ও দিমিত্রিস পেত্রাতোসকে দেখা গেল। অর্থাৎ আগের ম্যাচে গোল পাওয়া কামিংসকে নর্থইস্ট ম্যাচেও রিজার্ভ বেঞ্চে থাকতে হতে পারে। বাকি দল প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। এদিনও অবশ্য পুরো সময় অনুশীলন করেননি অ্যালড্রেড। শেষদিকে ড্রেসিংরুমে ফিরে আসেন তিনি।