উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চলন্ত ট্রেনের মহিলা কামরায় মহিলার শ্লীলতাহানির অভিযোগ। পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত। শান্তিপুরের ফুলিয়া থেকে শিয়ালদহ ফেরার সময় ট্রেনে ওই ঘটনাটি ঘটে। ঘটনা ঘটার সময় ফেসবুক লাইভ করেন ওই মহিলা। শিয়ালদহ পৌঁছে জিআরপিতে অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযোগগারী মহিলার বয়স ২৪। বেহালার বাসিন্দা তিনি। ফুলিয়া থেকে ফেরার সময় ক্লান্ত থাকায় ট্রেনেই ঘুমিয়ে পড়েন। হঠাৎ অস্বস্তিকর ভাবে কেউ তাঁকে ছুঁয়ে দেওয়ায় ঘুম ভেঙে যায়। কামরা ফাঁকা থাকার সুযোগে এক যুবক তাঁর শরীরে বাজে ভাবে হাত দেয় বলে অভিযোগ। বাধা দিলে তাঁকে মারধরও করা হয়।এমনকী তাঁর কাছে টাকাও চাওয়া হয়। গলায় সোনার চেন রয়েছে কীনা হাত দিয়ে তাও দেখতে চায় অভিযুক্ত। এরপরই মহিলা ফেসবুক লাইভ করতে শুরু করেন। তাতে কিছুটা দমে যায় অভিযুক্ত। মহিলা চেন টেনে ট্রেন থামাতে চাইলেও তা হয়নি। এরপর দমদম স্টেশনে ট্রেন থেমে গেলে নেমে পালিয়ে যায় ওই যুবক। এরপরই মহিলা দমদম জিআরপির কাছে অভিযোগ দায়ের করেন। রাতের দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন : স্ত্রীকে সুপারি কিলার দিয়ে খুনের চেষ্টা! ধৃত স্বামী সহ ২