উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় দফায় পদ্মার ইলিশের আগমন (Hilsa) হল ভারতে। শনিবার যশোরের (Jessore) বেনাপোল স্থলবন্দর (Benapole port) দিয়ে প্রায় ২৫ মেট্রিক টন ইলিশ ভারতে এসেছে। এমনটাই জানিয়েছেন বেনাপোলের মৎস্য আধিকারিক। দীর্ঘ টানাপোড়েনের পর বৃহস্পতিবারই ২০টি ট্রাকের মাধ্যমে ৫৪ মেট্রিক টন ইলিশ এসেছিল ভারতে। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, আগামী ১২ অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে।
জানা গিয়েছে, প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ মার্কিন ডলার। ভারতের অনুরোধের পরিপ্রেক্ষিতে ৪৯টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশের সরকার। যার মধ্যে ৪৮টি প্রতিষ্ঠান ৫০ টন করে এবং একটি প্রতিষ্ঠান ২০ টন ইলিশ রপ্তানি করবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, বেনাপোল স্থলবন্দরের মাধ্যমে এই দুই দিনে মোট ১৮টি প্রতিষ্ঠানকে মোট ৭৯ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির জন্য অনুমতি পত্র দেওয়া হয়েছে। সূত্রের খবর, এপার বাংলায় প্রতি কেজি ১৫০০ থেকে ২০০০ টাকায় বিক্রি হচ্ছে পদ্মার ইলিশ।
উল্লেখ্য, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন প্রতিবছর নিয়ম করে পুজোর সময় বাংলাদেশের ইলিশ পৌঁছে যেত ভারতে। হাসিনা (Seikh Haisna) একে বলতেন ‘সৌজন্যের ইলিশ’। কিন্তু বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর ইউনূস (Muhammad Yunus) সরকার প্রথম দিকে জানিয়ে দেয় ভারতে ইলিশ পাঠাতে পারবে না বাংলাদেশ। ফলে আদৌ বাঙালির পাতে ইলিশ জুটবে কিনা তা নিয়ে সংশয় দেখা দেয়। পরে অবশ্য অবস্থান বদলায় বাংলাদেশ সরকার। যদিও প্রথমে ৩০০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছিল। পরবর্তীতে তা কমিয়ে শেষ পর্যন্ত ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।