Saturday, October 5, 2024
Homeজাতীয়Hilsa | দ্বিতীয় দফায় রুপোলি শস্যের আগমন, ভারতে এল আরও ২৫ মেট্রিক...

Hilsa | দ্বিতীয় দফায় রুপোলি শস্যের আগমন, ভারতে এল আরও ২৫ মেট্রিক টন ইলিশ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় দফায় পদ্মার ইলিশের আগমন (Hilsa) হল ভারতে। শনিবার যশোরের (Jessore) বেনাপোল স্থলবন্দর (Benapole port) দিয়ে প্রায় ২৫ মেট্রিক টন ইলিশ ভারতে এসেছে। এমনটাই জানিয়েছেন বেনাপোলের মৎস্য আধিকারিক। দীর্ঘ টানাপোড়েনের পর বৃহস্পতিবারই ২০টি ট্রাকের মাধ্যমে ৫৪ মেট্রিক টন ইলিশ এসেছিল ভারতে। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, আগামী ১২ অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে।

জানা গিয়েছে, প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ মার্কিন ডলার। ভারতের অনুরোধের পরিপ্রেক্ষিতে ৪৯টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশের সরকার। যার মধ্যে ৪৮টি প্রতিষ্ঠান ৫০ টন করে এবং একটি প্রতিষ্ঠান ২০ টন ইলিশ রপ্তানি করবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, বেনাপোল স্থলবন্দরের মাধ্যমে এই দুই দিনে মোট ১৮টি প্রতিষ্ঠানকে মোট ৭৯ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির জন্য অনুমতি পত্র দেওয়া হয়েছে। সূত্রের খবর, এপার বাংলায় প্রতি কেজি ১৫০০ থেকে ২০০০ টাকায় বিক্রি হচ্ছে পদ্মার ইলিশ।

উল্লেখ্য, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন প্রতিবছর নিয়ম করে পুজোর সময় বাংলাদেশের ইলিশ পৌঁছে যেত ভারতে। হাসিনা (Seikh Haisna) একে বলতেন ‘সৌজন্যের ইলিশ’। কিন্তু বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর ইউনূস (Muhammad Yunus) সরকার প্রথম দিকে জানিয়ে দেয় ভারতে ইলিশ পাঠাতে পারবে না বাংলাদেশ। ফলে আদৌ বাঙালির পাতে ইলিশ জুটবে কিনা তা নিয়ে সংশয় দেখা দেয়। পরে অবশ্য অবস্থান বদলায় বাংলাদেশ সরকার। যদিও প্রথমে ৩০০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছিল। পরবর্তীতে তা কমিয়ে শেষ পর্যন্ত ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Darjeeling | পুজো-পর্যটন নিয়ে আশায় বুক বাঁধছে পাহাড়

0
ভাস্কর বাগচী, শিলিগুড়ি: পুজো-পর্যটনের স্বার্থে ধসে বিপর্যস্ত পাহাড়কে দ্রুত স্বাভাবিক করতে তৎপর গোর্খ্যাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) (GTA)। শুক্রবার আবহাওয়া অনেকটাই অনুকূল থাকায় সকাল থেকে...
tea-garden

Tea Industry | চা শিল্পের উন্নয়নে বরাদ্দ প্রায় ৬৬৪ কোটি

0
শুভজিৎ দত্ত, নাগরাকাটা: চা শিল্পের (Tea Industry) উন্নয়নে কেন্দ্রীয় শিল্পবাণিজ্যমন্ত্রক প্রায় ৬৬৪ কোটি টাকা মঞ্জুর করেছে। এবারে ওই বরাদ্দ কীভাবে খরচ করা হবে, তা...

Arjun Singh | অর্জুন সিং-এর বাড়ির সামনে বোমাবাজি, পুলিশের জালে ৪ অভিযুক্ত

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিজেপি নেতা অর্জুন সিং-এর (Arjun Singh) বাড়ির সামনে শুক্রবার সকালে বোমাবাজির ঘটনা ঘটেছিল। ভাটপাড়ার তৃণমূল (TMC) নেতা নমিত সিং এবং...

Siliguri | পুজোয় চক্রবর্তী বাড়িতে আসেন ফেলুদা-বব বিশ্বাস

0
তমালিকা দে, শিলিগুড়ি: ফেলুদা থেকে বব বিশ্বাস, বা মিস্টার অ্যান্ড মিসেস আইয়ারের সেই দুর্ধর্ষ ডাকাত সর্দার। সব্যসাচী চক্রবর্তী থেকে শাশ্বত চট্টোপাধ্যায়, চন্দন সেনরা পারলে...

Northeast Frontier Railway | পুজোয় হারিয়ে যাওয়া ঠেকাতে উদ্যোগ, ছোটদের পরিচয়পত্র দেবে রেল

0
প্রণব সূত্রধর, আলিপুরদুয়ার: ট্রেন থেকে নেমে ঠাকুর দেখতে গিয়ে ছোটরা যাতে হারিয়ে না যায় সেজন্য উত্তর–পূর্ব সীমান্ত রেল (Northeast Frontier Railway) উদ্যোগী হয়েছে। এজন্য...

Most Popular