Thursday, April 25, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গকয়লা পাচারে আরও নতুন নাম, বাড়ছে উত্তরবঙ্গ যোগ

কয়লা পাচারে আরও নতুন নাম, বাড়ছে উত্তরবঙ্গ যোগ

শুভঙ্কর চক্রবর্তী, শিলিগুড়ি : হাওলার মাধ্যমে কোটি কোটি টাকা গিয়েছে রাজ্যের বাইরে ও কলকাতায়। শিলিগুড়ির বিধাননগরের হোটেলে বসে দিনের পর দিন চলেছে কয়লা মাফিয়াদের কালো কারবার। এমনকি নীলবাতি লাগানো গাড়িতে করে পাচার হয়েছে টাকা। উত্তরবঙ্গের কয়লা পাচার নিয়ে নতুন চ্যাপ্টার খুলল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

বিশেষ দল তৈরি করে নতুনভাবে কয়লা পাচার কাণ্ডের তদন্ত শুরু করেছে ইডি। তাতে দুজন স্পেশাল ডিরেক্টর ও দুজন জয়েন্ট ডিরেক্টর আছেন। তদন্তের জন্য ইতিমধ্যেই বেশ কয়েকজনকে নোটিশ পাঠিয়ে জেরা করার জন্য দিল্লিতে তলবও করা হয়েছে। সেই তদন্তের সূত্রেই উঠে এসেছে উত্তরবঙ্গের নাম।

কয়লা কারবারের অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালাকে নিয়ে ইডির তদন্ত যতই এগোচ্ছে ততই উঠে আসছে লালার একের পর এক উত্তরবঙ্গ যোগ। এখন পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক পুলিশ আধিকারিক, তিন ব্যবসায়ী, কয়েকজন নেতা ও চারজন লিংকম্যানের নাম ইডির ডায়ারিতে নতুন করে নথিভুক্ত হয়েছে। তালিকা আরও বাড়বে বলেই ইডি সূত্রে জানা গিয়েছে। উত্তরবঙ্গে কয়লা পাচারে আগে যে সব নাম উঠেছিল এঁরা তাঁরা নন। এঁদের সম্পর্কে এতদিন অন্ধকারেই ছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এবার লালার সৌজন্য ধীরে ধীরে পর্দা উঠতে শুরু করেছে।

ইডির তদন্তে নতুন করে যাঁদের নাম উঠে এসেছে তাঁদের মধ্যে উপরের দিকে রয়েছেন উত্তরবঙ্গের একটি থানার আইসি। উত্তরবঙ্গে কয়লা পাচারের অন্যতম কিংপিন বলা হচ্ছে ওই পুলিশকর্তাকে। অসম সীমান্ত পার করার পর কয়লার ট্রাকের রুট রেইকির দায়িত্বও পালন করতেন তিনি। কিছুদিন আগে অন্য বিভাগে বদলি হওয়া এক পুলিশ সুপারও কেন্দ্রীয় গোয়েন্দাদের রাডারে রয়েছেন। আলিপুরদুয়ার থেকে বদলি হওয়া এক পুলিশ আধিকারিক ও বর্তমানে জেলায় কর্মরত এক পুলিশকর্তার নামও তালিকায় আছে। এঁদের প্রত্যেকেরই বেনামী সম্পত্তির হদিস পেয়েছে ইডি।

বীরপাড়া ও লাগোয়া এলাকার দুই অবাঙালি ব্যবসায়ী ভাইয়ের নামও জড়িয়েছে কয়লা পাচারের হাওলা কারবারে। হাওলার কারবার করতে করতে ওই দুই ভাইয়ের যোগাযোগ এতটাই মজবুত হয়ে গিয়েছে যে, মূল কারবারির সঙ্গে সরাসরি যোগাযোগ করে একাংশের কারবার সামলাচ্ছিলেন তাঁরা। শিলিগুড়ির দুই অবাঙালি ব্যবসায়ীর নামও উঠেছে হাওলার কারবারে। তাঁদের মধ্যে একজন রাজ্যের শাসকদলের ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত। অন্য ব্যবসায়ী কয়লার পাশাপাশি রেশনের চাল, গম, আটা কেনাবেচার অবৈধ কারবারের সঙ্গেও জড়িত। হাওলার কারবারের অন্যতম ঘাঁটি ছিল বিধাননগরের একটি হোটেল। শাসকদলের স্থানীয় এক নেতার সহযোগিতায় সেই হোটেলে বসেই কালো কারবারের পরিকল্পনা, হাওলার টাকা লেনদেন ও বখরার হিসেব হত বলে ইডি খবর পেয়েছে।

উত্তরের কয়লা কারবারে জলপাইগুড়ির রাজগঞ্জ এলাকার জনৈক ঘোষবাবুর নাম ইডির ডায়ারিতে লেখা হয়েছে। ঘোষবাবু কলকাতার এজেন্ট হিসাবে কাজ করতেন। ময়নাগুড়ি থেকে চোপড়া পর্যন্ত কারবার দেখভাল করতেন তিনিই। কেন্দ্রীয় এজেন্সিগুলি তত্পরতা বাড়ানোয় আপাতত নিজেকে গুটিয়ে রেখেছেন ঘোষ। ইডি সূত্রের খবর, বর্তমানে পেট্রোলের কারবারে নাম লিখিয়েছেন ওই ব্যক্তি। ময়নাগুড়ির ইন্দিরা মোড় এলাকা ছিল ঘোষের মূল ডেরা। সূত্রের খবর, ঘোষবাবুকে হেপাজতে নেওয়ার তোড়জোড় শুরু করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

রাজ্যব্যাপী কয়লা পাচারের যে সিন্ডিকেট রয়েছে, অভিযুক্তরা তারই অংশ। এখন পরিমাণ কমলেও ২০১৩ থেকে ২০২২-এর মাঝামাঝি পর্যন্ত অসম সহ উত্তর-পূর্ব ভারত থেকে প্রতিদিন কোটি কোটি টাকার বেআইনি কয়লা ঢুকত বাংলায়। চোরাপথে আসা সেই কয়লার খানিকটা নামত উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় আর বেশিরভাগটাই চলে যেত ভিনরাজ্যে। বেআইনি ওই কারবার চালানোর জন্য রাজ্যের সীমানায় ঢুকলেই ট্রাক পিছু ২০-২৫ হাজার টাকা তোলা আদায় করত কারবারিরা। অসম সীমান্ত ছাড়াও উত্তরবঙ্গের আরও চারটি পয়েন্টে টাকা দিতে হত কয়লা কারবারিদের।

সেই টাকা ভাগাভাগি হয়ে যেত বিভিন্ন ব্যক্তির কাছে। ইডির তদন্ত বলছে, ট্রাক থেকে টাকা তুলত পুলিশ। মূল কারবারির এজেন্ট সব হিসেব রাখত।  এক জায়গাতেই যাতে টাকা জমা পড়ে তার জন্য কয়লার ট্রাকে টোকেন সিস্টেম চালু করেছিল কারবারিরা। চার পয়েন্টের টাকা একবারে অসম সীমান্তে জমা দিয়ে টোকেন নিলে সেই টোকেন দেখালেই অন্য পয়েন্টে ছেড়ে দেওয়া হত গাড়ি। পুলিশ ও এজেন্টরা শতাংশের হারে নিজেদের কমিশন কেটে রেখে বাকি টাকা পাঠিয়ে দিত মূল কারবারিদের কাছে। টাকা লেনদেনের কাজেই কারবারে জড়িয়ে পড়েন কয়েকজন ব্যবসায়ী। কয়লার কালো টাকা এধার ওধার করে রাতারাতি তাঁরাও হয়ে ওঠেন কোটিপতি।

কেন্দ্রীয় গোয়েন্দারা বলছেন নানা চাপে ভাটা পড়লেও উত্তরবঙ্গ দিয়ে কয়লা পাচারের কারবার এখনও পুরোপুরি বন্ধ হয়নি। (চলবে)

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy working as a Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sud Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Lok Sabha Election 2024 | নির্বাচনি বিধি ভঙ্গের অভিযোগ, মোদি ও রাহুলের কাছে জবাব...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) আগে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন (Election Commission)। ভাষণ দেওয়ার সময় নির্বাচনি...

৩৭-এ পা দিলেন অরিজিৎ, কত সম্পত্তির মালিক ‘বার্থডে বয়’ জানেন?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশের অন্যতম জনপ্রিয় গায়ক (Popular singer) অরিজিৎ সিং (Arijit Singh)। আজ তাঁর জন্মদিন। ১৯৮৭ সালের ২৫ এপ্রিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জে তাঁর...

গভীর রাতে দুষ্কৃতীদের দাপাদাপি বাড়ে বিবেকানন্দ রোডে, ক্ষোভ বাসিন্দাদের

0
শিলিগুড়ি: শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলির অন্যতম বিবেকানন্দ রোড। সকাল থেকেই এ পথে যান চলাচলে বিরাম নেই। অথচ রাত গভীর হলেই এই রাস্তার ছবিটা বদলে যায়।...
Polling workers going to the booth, women happy to get job

Lok Sabha Election 2024 | বুথে রওনা ভোটকর্মীদের, দায়িত্ব পেয়ে খুশি মহিলারা

0
শিলিগুড়ি: রাত পোহালেই ভোট(Lok Sabha Election 2024)। বৃহস্পতিবার সকাল থেকে ভোটগ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন ভোটকর্মীরা। শিলিগুড়ি কলেজের ডিস্ট্রিবিউশন কাম রিসিভিং সেন্টার (ডিসিআরসি) থেকে...

Rabindra Jayanti | আগাম গরমের ছুটিতে অনিশ্চিত রবীন্দ্র জয়ন্তী উদযাপন

0
শিলিগুড়ি: আগাম গরমের ছুটিতে অনিশ্চয়তায় স্কুলের পঁচিশে বৈশাখের অনুষ্ঠান। এই বিশেষ দিনটিতে সব স্কুলেই নানারকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। তাহলে কি ছুটির মধ্যে...

Most Popular