মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

Morne Morkel | পিতৃবিয়োগ, দেশে ফিরলেন মরকেল, একটি ম্যাচের জন্য পরিবারকে সঙ্গে পাবেন রোহিতরা

শেষ আপডেট:

দুবাই: ছুটি! মরুশহরে পা রাখার পর থেকেই অনুশীলনে ডুবে ছিল ভারতীয় ক্রিকেট দল। আজ ছিল অনুশীলনে ছুটি। বৃহস্পতিবার থেকে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট মাঠে বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। তার আগে আচমকা পাওয়া এই ছুটি ভারতীয় ক্রিকেটারদের আরও ফুরফুরে ও তাজা করে তুলবে বলে মনে করা হচ্ছে।

ছুটি কাটানোর মাঝেই আজ টিম ইন্ডিয়ার সদস্যদের জন্য এসেছে সুখবর। জানা গিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝে অন্তত একটি ম্যাচের জন্য পরিবারকে সঙ্গে পাবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। অস্ট্রেলিয়া সফরের ব্যর্থতার পর টিম ইন্ডিয়ার বিদেশ সফরের মেয়াদ অন্তত ৪৫ দিন না হলে পরিবার সঙ্গে রাখা যাবে না, এমন তথ্য জানা গিয়েছিল। আজ সেই অবস্থান থেকে বিসিসিআই সরে এসেছে বলে খবর। তবে কোন ম্যাচের সময় পরিবার সঙ্গে রাখতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা, সেটা এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছে, সিদ্ধান্তটা ভারতীয় ক্রিকেটারদের উপরই ছেড়ে দিয়েছেন বিসিসিআই কর্তারা। কোন ক্রিকেটার কোন ম্যাচের সময় পরিবারকে সঙ্গে রাখতে চান, তার জন্য বোর্ডের কাছে লিখিত আবেদন করতে হবে বলে খবর। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেটারদের অনেকেই সেই আবেদন করে দিয়েছেন বলে জানা গিয়েছে রাতের দিকে।

কাল করাচির ন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। পরদিন, বৃহস্পতিবার দুবাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। সেই ম্যাচের আগে গত সন্ধ্যায় টিম ইন্ডিয়ার অনুশীলন শেষ হওয়ার পরই বোলিং কোচ মরনি মরকেলকে দেশে ফিরতে হয়েছে আচমকাই। জানা গিয়েছে, তাঁর বাবা প্রয়াত হয়েছেন। ঠিক কবে মরকেল দুবাই ফিরতে পারবেন, এখনও স্পষ্ট নয়। বোলিং কোচের অনুপস্থিতিতে বাংলাদেশের বিরুদ্ধে বৃহস্পতিবারের প্রথম ম্যাচে মহম্মদ সামিদের জন্য বড় পরীক্ষা। জসপ্রীত বুমরাহর অভাব পূরণের পাশে বল হাতে সামি কেমন পারফর্ম করেন, সেদিকে নজর থাকবে দুনিয়ার। পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় স্কোয়াডে মোট পাঁচজন স্পিনারকে রাখা হয়েছে। স্পিনই কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের মূল শক্তি হতে চলেছে? এমন প্রশ্নের জবাব খোঁজার পালাও চলবে।

সঙ্গে ভারতীয় ব্যাটারদের জন্যও রয়েছে পরীক্ষা। বিশেষ করে অধিনায়ক রোহিত ও প্রাক্তন ভারত অধিনায়ক কোহলির জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে অগ্নিপরীক্ষার। হিটম্যান তবু ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের একটি ম্যাচে শতরান করেছিলেন। কোহলির ব্যাটে দীর্ঘসময় রান নেই। রো-কো জুটির পাশে টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীরের জন্যও অগ্নিপরীক্ষার মঞ্চ চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। ভারত যদি চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে ব্যর্থ হয়, তাহলে রোহিত-বিরাটদের পাশে কোচ গম্ভীরের সিংহাসন ধরেও টানাটানি শুরু হবে। সাফল্যের লক্ষ্যে রোহিত-বিরাটদের গত সন্ধ্যার ভারতীয় দলের অনুশীলনে বাঁহাতি পেসারদের বিরুদ্ধে বিশেষ অনুশীলন করতে দেখা গিয়েছে। মনে করা হচ্ছে, বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ও পাকিস্তানের শাহিন শা আফ্রিদিদের জন্য বিশেষ মহড়া সেরেছেন রোহিতরা। চাপে থাকা আবহের মধ্যে টিম ইন্ডিয়ার জন্য একমাত্র সুখবর হল, ঋষভ পন্থের অনেকটা সুস্থ হয়ে ওঠা।

যদিও সেখানেও অশান্তির আঁচ রয়েছে। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে সুযোগ না পাওয়ার পর চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় দলের প্রথম একাদশেও ঋষভ পন্থের থাকার সম্ভাবনা কম। নিয়মিতভাবে সাজঘরে বসে থাকার বিষয়টি একেবারেই ভালোভালো নিতে পারছেন না ঋষভ। কোচ গম্ভীরের সঙ্গে ঋষভের এই ব্যাপারে মতানৈক্য হয়েছে বলে খবর। যদিও টিম ইন্ডিয়ার তরফে এই ব্যাপারে কোনও মন্তব্য পাওয়া যায়নি এখনও। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় প্রতিযোগিতার আগে দলের অন্দরের এমন কোন্দল সামনে আসুক, চাইছেন না কেউই। কিন্তু তারপরও থেমে নেই বিতর্কের আঁচ।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

IPL 2025 | রাতে কলকাতায় পা বরুণ-হর্ষিতের, ফের ব্যর্থ রাহানে, বোলিং নিয়েও উদ্বেগ নাইটদের

কলকাতা: দিনটা ক্রমশ এগিয়ে আসছে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে...

PCB | দক্ষিণ আফ্রিকার পেসারকে পিসিবি-র আইনি নোটিশ

লাহোর: আইপিএল নিলামে নাম লিখিয়েও কোনও দলে জায়গা হয়নি।...

Sunil Gavaskar | বুমরাহও অপরিহার্য নয়, দাবি গাভাসকারের

মুম্বই: আগামীর ভাবনায় কড়া বার্তা সুনীল গাভাসকারের।কিংবদন্তির দাবি, বর্তমানে...

Global T20 | বিনিয়োগ ৪৫০০ কোটি! আইপিএলের ঘুম ওড়াতে আত্মপ্রকাশের অপেক্ষায় সৌদি লিগ  

নয়াদিল্লি: গুঞ্জন ছিল। আইপিএলকে চ্যালেঞ্জ জানিয়ে আত্মপ্রকাশের অপেক্ষায় নাকি...