উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভয়ঙ্কর সুন্দর কাজিরাঙায় বিপদের মুখোমুখি! সাক্ষাৎ মৃত্যুর সামনে থেকে ফিরে এসেছেন মা ও মেয়ে। কী ঘটেছিল? কাজিরাঙা ন্যাশনাল পার্কে জঙ্গল সাফারিতে গিয়ে গাড়ি থেকে ছিটকে একেবারে গণ্ডারের সামনে গিয়ে পড়েন এক মহিলা এবং তাঁর মেয়ে। তবে বরাতজোরে বেঁচে গিয়েছেন তাঁরা। এই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নিমেষে ভাইরাল হয়ে যায়।
জানা গিয়েছে, কাজিরাঙার বাগোরি রেঞ্জে এদিন ঘটনাটি ঘটেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে জঙ্গলের মধ্যে জিপে চড়ে সাফারির মজা নিচ্ছেন পর্যটকেরা। আর সেইসময় রাস্তায় দুটি গন্ডারকে দাঁড়িয়ে থাকতে দেখে মহানন্দে ছবিও তুলতে শুরু করেন তাঁরা। আচমকাই একটি জিপ দ্রুত গতিতে ডানদিকে মোড় ঘুরলে টাল সামলাতে না পেরে জিপ থেকে পড়ে যান এক মহিলা এবং তাঁর মেয়ে। আর তাঁদের সামনে তখন সাক্ষাৎ মৃত্যুর মতো দাঁড়িয়ে দুটি গণ্ডার। তবে গণ্ডারের হামলার মুখে পড়তে হয়নি তাঁদের। সেই সময় অন্য একটি গাড়ি তাঁদের দিকে আসার চেষ্টা করতেই গণ্ডারটি তেড়ে যায় সেই গাড়ির দিকে। আর সেই সুযোগেই তড়িঘড়ি নিজেদের গাড়িতে উঠে পড়েন ওই মা ও মেয়ে।
তবে এই ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে গিয়েছে পর্যটকদের নিরাপত্তা নিয়ে। এটাই প্রথম নয়, এর আগেও জঙ্গল সাফারিতে এমন দুর্ঘটনার খবর প্রকাশ্যে এসেছে। প্রশাসনের তরফে এই ব্যাপারে সতর্ক করা হয়েছে সাফারি পার্ক কর্তৃপক্ষ এবং পর্যটকদের। তবে খুব বড় একটি দুর্ঘটনা এড়ানোয় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাফারি পার্ক কর্তৃপক্ষের পাশাপাশি নেটনাগরিকেরাও।