মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

Malda | প্রসবের পর মৃত্যু মায়ের, দুদিনের মাথায় মৃত্যু সদ্যোজাতেরও! চিকিৎসায় গাফিলতির অভিযোগ নার্সিংহোমের বিরুদ্ধে

শেষ আপডেট:

মালদা: সন্তান প্রসবের কয়েক ঘণ্টার মধ্যে মৃত্যু হয় মায়ের। আর তার দু’দিনের মধ্যে মৃত্যু হল সদ্যোজাতেরও। ঘটনায় নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে জেলা প্রশাসনের দ্বারস্থ হলেন বাবা। ঘটনাটিকে ঘটেছে মালদা শহরে।

জানা গিয়েছে, ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের মির্জাপুরের বাসিন্দা মিজান শেখ গত বৃহস্পতিবার রাতে প্রসব যন্ত্রণায় কাতর স্ত্রী ফুলটুসি খাতুনকে (২৪) নিয়ে মালদায় আসেন। অভিযোগ, যে অ্যাম্বুলেন্সে করে তাঁরা এসেছিলেন সেই অ্যাম্বুলেন্স চালক ভুল বুঝিয়ে তাঁদের কালিয়াচকের একটি নার্সিংহোমে নিয়ে যান। সেদিন রাতেই ফুলটুসি একটি পুত্র সন্তানের জন্ম দেন।

এদিকে রাতেই সেই নার্সিংহোম কর্তৃপক্ষ সদ্যোজাতকে মালদা মেডিকেলে রেফার করে। ভোর পাঁচটা নাগাদ সদ্যোজাতকে মালদা মেডিকেলে ভরতি করেন পরিবারের লোকজন। সেখান থেকে ওই নার্সিংহোমে ফিরে গিয়ে পরিবারের লোকজন দেখেন যে, ফুলটুসির মৃত্যু হয়েছে। রবিবার সকালে মালদা মেডিকেলে মৃত্যু হয় ওই সদ্যোজাতেরও। এরপরেই মিজান ওই নার্সিংহোমের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতি এবং সঠিক নথিপত্র না দেওয়ার অভিযোগ তুলে জেলা প্রশাসনের দারস্থ হন।

যদিও এই বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি, রাতেই শিশুকে রেফার করা হয়েছিল। ওই মহিলারও শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় তাঁকেও সকালে মেডিকেলে রেফার করা হয়। নার্সিংহোমে ওই মহিলার মৃত্যু হয়নি। নথিপত্র না দেওয়ার অভিযোগও মিথ্যে।

Share post:

Popular

More like this
Related

Dredging | ভুটান সীমান্তবর্তী আরও নদীতে ড্রেজিংয়ের প্রস্তাব    

পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: তিস্তা নদীর ড্রেজিংয়ের (Dredging) দায়িত্ব রাজ্য...

Second Farakka Bridge | পুজোর আগে ফরাক্কার দ্বিতীয় সেতু

সেনাউল হক, কালিয়াচক: করোনা পরিস্থিতি, চিনের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন-...

Bengal Safari | সাফারি পার্কে নতুন তিন ‘তনয়’ সিংহী তনয়ার

রাহুল মজুমদার, শিলিগুড়ি : শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে খুশির...

Malda | রাজ্য স্তরের রেকর্ড ভেঙে জাতীয় স্তরে সুযোগ পলাশের

হরষিত সিংহ, মালদা : পরিবারে ‘নুন আনতে পান্তা ফুরায়’...