রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

Banarhat | শাবকের দেহ আগলে সারাদিন দাঁড়িয়ে, অবশেষে জঙ্গলে ফিরে গেল সন্তানহারা মা হাতি

শেষ আপডেট:

বানারহাট: অবশেষে সদ্য সন্তানহারা মা হাতি শাবকের মৃতদেহ ছেড়ে ফিরে গেল জঙ্গলে। শনিবার বানারহাট (Banarhat) ব্লকের কারবালা চা বাগানের নালায় পড়ে গিয়ে মৃত্যু হয় একটি হস্তীশাবকের (Baby elephant death)। এরপর সারাদিন সন্তানের দেহ আগলে ঠায় দাড়িয়ে ছিল মা হাতিটি। সন্তান হারানোর শোকে হাতিটি দুই দফায় বন দপ্তরের (Forest department) গাড়িতে হামলাও চালায়। এমনকি কয়েকবার তেড়ে গিয়েছিল ভিড় জমানো জনতার দিকেও। বন দপ্তর সূত্রে খবর, শনিবার গভীর রাত পর্যন্ত মা হাতিটি মৃত শাবকের দেহ আগলে দাঁড়িয়ে ছিল। ভোর রাতে শেষ পর্যন্ত দেহ ছেড়ে রেতির জঙ্গলে অপেক্ষারত দলের বাকি সদস্যদের কাছে ফিরে গিয়েছে হাতিটি।

জানা গিয়েছে, শনিবার মৃত শাবকটিকে মা হাতিটি সমাধিস্থ করার চেষ্টা করছিল। কিন্তু সন্ধ্যার পর আবার শাবকটিকে শুঁড়ে তুলে জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিছুটা দূরে নিয়ে যেতেও সক্ষম হয়। তারপর রাস্তার উপর দেহ রেখে কিছুক্ষণ অপেক্ষা করে হাতিটি জঙ্গলে ফিরে যায়। রবিবার ভোর হতেই মৃত শাবকটিকে দেখতে ভিড় জমায় স্থানীয়রা। ঘটনাস্থলে বন দপ্তরের কর্মী ও বানারহাট থানার পুলিশ উপস্থিত রয়েছেন। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে অনুমতি পেলেই মৃত শাবকটির দেহ তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

এ প্রসঙ্গে কারবালা চা বাগানের (Karbala tea garden) এক বাসিন্দা খাঁদু ওরাওঁ বলেন, ‘সম্ভব হলে রাতেই মৃত শাবকটিকে শুঁড়ে তুলে রেতির জঙ্গলে নিয়ে যেত মা হাতিটি। কিন্তু শাবকটি বড় হওয়ায় নিয়ে যেতে পারেনি।’ অপর এক বাসিন্দা শিবরাজ গোয়ালা বলেন, ‘এই সময় মৃত শাবকটিকে তুলে নিয়ে গেলে মা হাতিটি সন্তানকে খুঁজতে চা বাগান লাগোয়া শ্রমিক মহল্লায় ঢুকে পড়তে পারে। সেই কারণেই হয়তো বনকর্মীরা হাতির দলটির দূরে চলে যাওয়ার অপেক্ষা করছেন।’

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Falakata | ফালাকাটায় রহস্যময় কুয়োর ধ্বংসাবশেষের হদিস! কী রয়েছে এর ভেতরে?

ভাস্কর শর্মা,ফালাকাটা: ফালাকাটা পোস্ট অফিস মাঠে কুয়োর ধ্বংসাবশেষ ঘিরে...

Kaliyaganj | বেতন তোলেন নিয়মিত, করণিকের দায়িত্বে থাকলেও স্কুলে আসেন না উপপুরপ্রধান!

কুশমণ্ডি ও কালিয়াগঞ্জ: একদিকে রাজনীতি অন্যদিকে প্রশাসনিক পদ, তার...

Teacher | মানসিকভাবে বিধ্বস্ত, ফের পরীক্ষায় বসবেন অনামিকা

রামপ্রসাদ মোদক, রাজগঞ্জ : দেড় বছর শিক্ষকতার চাকরি করতে...