ডিজিটাল ডেস্কঃ করোনার(CORONA) জেরে অন্যান্য জায়গার মতন বন্ধ হয়ে গিয়েছিল বাগবাজারের মায়ের বাড়ি। কিন্তু রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার সাথে সাথে এবার মায়ের বাড়ি খুলে দেওয়ার কথা ঘোষণা করল কর্তৃপক্ষ। কার্যত একটি একটি করে রাজ্যের তীর্থস্থানগুলি খুলে যাচ্ছে। কিছুদিন আগেই কালীঘাট মন্দিরের গর্ভগৃহ খুলে দেওয়া হয়েছে। আর মঙ্গলবার থেকে দর্শনার্থীদের জন্য খুলে যেতে চলেছে বাগবাজারের মায়ের বাড়ি। তবে জানা গিয়েছে, সকালে সাড়ে আটটা থেকে দশটা পঁয়তাল্লিশ পর্যন্ত মায়ের দর্শন পাওয়া যাবে। এবং দুপুরে সাড়ে তিনটে থেকে বিকেল পাঁচটা পনেরো পর্যন্ত মন্দিরে দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন। পাশাপাশি করোনা বিধিনিষেধ মেনে মায়ের বাড়িতে প্রবেশাধিকার মিলবে বলে জানা গিয়েছে। তবে বাগবাজার মায়ের বাড়ি খুলে যাওয়ায় স্বাভাবিকভাবেই খুশি দর্শনার্থীরা।
আরও পড়ুনঃ ভয়ংকর অগ্নিকাণ্ড ঢাকুরিয়ায়