রায়গঞ্জ: সামনেই লোকসভা নির্বাচন। তার আগে জেলাবাসীকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত করতে বিশেষ উদ্যোগ নিয়েছেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী। সোমবার দেবশ্রী চৌধুরী দিল্লিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং রেলওয়ে বোর্ডের এগজিকিউটিভ বোর্ডের ডিরেক্টর বিকাশ কুমার জৈনের সঙ্গে দেখা করে ১১ দফা দাবিপত্র তুলে দিলেন।
রেলমন্ত্রীকে দেওয়া দাবিপত্রে জানানো হয়েছে, কুলিক এক্সপ্রেসে থাকা ভিস্তাডোমের জায়গায় রোগীদের সুবিধার্থে শীততাপ নিয়ন্ত্রিত টু ও থ্রি টায়ার কোচ করতে হবে। কারণ ভিস্তাডোমের ভাড়া অনেকটা বেশি হওয়ায় সাধারণ মানুষ টিকিট কাটছেন না। চিকিৎসার জন্য বহু মানুষ সাউথে যান। তাই দিল্লি ও সাউথের ট্রেন চালু খুবই প্রয়োজন। এছাড়া বিকেলে শিলিগুড়ি ট্রেন, ডালিমগাঁওতে সিট ও পিট লাইন, ডালিমগাঁও স্টেশনের আধুনিকিকরণ, কানকি স্টেশনের আধুনিকিকরণ, রায়গঞ্জ-ডালখোলা রেললাইনের কাজ শুরুর দাবি জানানো হয়েছে। পাশাপাশি, কানকি স্টেশনের আধুনিকীকরণের অনুমতি মন্ত্রী এদিন মঞ্জুর করেছেন।
উত্তর দিনাজপুর রেল উন্নয়ন মঞ্চের আহ্বায়ক অঙ্কুশ মৈত্র বলেন, ১৯৮৪ সাল থেকে রেল অনুমোদিত গাজল-ডালখোলা ভায়া রায়গঞ্জ রেলপথের কাজ আটকে আছে। সেটির কাজ শুরুর দাবি জানিয়েছি সাংসদকে। রাধিকাপুর থেকে দিল্লির ট্রেন যেটা রায়গঞ্জের অধিকার, এই ট্রেনটা ছিল এটা আমাদের ফিরিয়ে দেওয়া হয়। রাধিকাপুর-কামাখ্যা-আলিপুরদুয়ার প্রতিদিনের এক্সপ্রেস ট্রেন এবং রাধিকাপুর-ব্যাঙ্গালোর দ্বি সাপ্তাহিক ট্রেন দ্রুত চালুর দাবি জানিয়েছি।
সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন, ‘আলুয়াবাড়িতে যাতে ক্যাপিটাল এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় সেই দাবি জানিয়েছি। সকালে শিলিগুড়ি থেকে ছেড়ে রায়গঞ্জে আসবে এবং বিকেলে রায়গঞ্জ থেকে ছেড়ে শিলিগুড়ি যাবে এমন একটি ডিএমইউ ট্রেনের দাবি রেলমন্ত্রীর কাছে জানিয়েছি।‘