ডিজিটাল ডেস্ক: বড় পর্দায় অত্যন্ত পরিচিত অভিনেতা হলেন পঙ্কজ ত্রিপাঠী। একাধিক জনপ্রিয় ছবি, সিরিজ তাঁর ঝুলিতে। সম্প্রতি তিনি অভিনয় করছেন সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘শেরদিল: দা পিলিভিত সাগা’ ছবিতে। তবে বড় খবর হল, এই ছবিতে পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে অভিনয় করবেন তার স্ত্রী মৃদুলা ত্রিপাঠী। যদিও একজন অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে তাঁকে সৃজিতের ছবিতে। এ খবর দিয়েছেন স্বয়ং পঙ্কজ ত্রিপাঠী। পাশাপাশি পঙ্কজ জানিয়েছেন, বিনা পারিশ্রমিকেই পর্দায় হাতেখড়ি হয়েছে তাঁর স্ত্রী মৃদুলার। খুব স্বাভাবিকভাবেই শক্তিশালী অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর স্ত্রী মৃদুলা ত্রিপাঠী প্রথমবার কেমন অভিনয় করেন সেদিকে অবশ্যই নজর থাকবে দর্শকদের। হোক না সে ক্যামিও চরিত্র।
প্রবীণ ওড়িয়া অভিনেতা রাইমোহন পারিদার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
ডিজিটাল ডেস্ক : চলচ্চিত্র জগতে আবারও দুঃসংবাদ! জানা গিয়েছে, ওড়িয়া (Odia) চলচ্চিত্র এবং থিয়েটারের প্রবীণ অভিনেতা রাইমোহন পারিদাকে আজ ঝুলন্ত...
Read more