আসানসোলঃ আসানসোল শিল্পাঞ্চল জুড়ে গত কয়েক দিন ধরে টানা বৃষ্টি চলছে। শুক্রবারও বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি মাটির ঘর। শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটেছে আসানসোল পুরনিগমের ৩৭ নং ওয়ার্ডের রানিগঞ্জের মহাবীর কোলিয়ারী ডাঙ্গালপাড়ায়। এই ঘটনায় কোনক্রমে প্রাণে বেঁচে যান ঐ বাড়ির বাসিন্দা মা ও মেয়ে। তাদের চিৎকার শুনে বাড়ির অন্য লোক ও আশপাশের লোকেরা দৌড়ে আসেন। হেলে পড়া আলমারি সরিয়ে তাদের ঐ ঘরের ভেতর থেকে উদ্ধার করা হয়। জখম হন দুজনেই। পরে তাদেরকে রানিগঞ্জের আলুগড়িয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় পরিবারের সদস্যরা বেজায় ক্ষুব্ধ।
জানা গেছে, ৩৭ নং ওয়ার্ডের মহাবীর কোলিয়ারির ডাঙাল পাড়ার এই মাটির বাড়ির বাসিন্দা গোবিন্দ বাউরি দিনমজুরি করেন। আর তার স্ত্রী পিঙ্কি বাউরি লোকের বাড়িতে কাজ করে সংসার চালান। শুক্রবার রাতে খাবার খাওয়ার পরে পিঙ্কি বাউরি তার মেয়েকে নিয়ে শুয়েছিলেন। আচমকাই বাড়ির মাটি উপর থেকে পড়তে শুরু করে। প্রথমে তা তিনি বুঝতে পারেননি। পরে তিনি বুঝতে যখন পারেন, তখন বাড়ির আলমারি হেলে পড়েছে। মেয়েকে বাঁচাতে তিনি চেষ্টা করেন। কিন্তু তা তিনি পারেননি। এরপর তিনি চিৎকার করেন। তা শুনে আশপাশের লোকেরা আসেন। তারা তাদেরকে উদ্ধার করেন। এদিন সকালে এলাকায় গিয়ে দেখা যায় গোবিন্দ বাউরির টালি ও মাটির বাড়ি বলতে আর কিছু নেই। তবে এই ঘটনায় বাড়ির লোকেরা খুব ক্ষোভ উগড়ে দেন।
পিঙ্কি বাউরি ও তার এক আত্মীয়া ইলু বাউরি বলেন, আবেদন করেও আবাস যোজনায় ঘর মেলেনি। সবাই শুধু ভোট চাইতে আসে। হাতজোড় করে ভোট চায়। তারপর আর কিছু করেনা। এবারে ভোটের সময় বাড়ির ছবি তুলে নিয়ে গেল। কিন্তু কিছুই করল না। এই ঘটনার পরে দুজনেই জানায়, এবার ভোট চাইতে আসুক? তখন দেখাবো। পাড়ার লোককে ভোট দিয়ে কি হবে?