উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার নয়াদিল্লিতে (New Delhi) আয়োজিত হয়েছে তৃতীয় ‘ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ সামিট’। এদিন আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছেন বাংলাদেশে নবগঠিত অন্তর্বর্তী সরকারের (Interim government) প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus)। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই ছিল তাঁর প্রথম বহুপক্ষীয় বৈঠক।
গতকালই বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গে ফোনে কথা হয় ইউনূসের। দেশে সকলের নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাসও দেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য ইউনুসকে অভিনন্দন জানান মোদি। এরপরই ইউনূসকে এই সম্মেলনে যোগদান করার আমন্ত্রণ জানিয়েছিলেন মোদি। এদিনের অধিবেশনে ইউনূস বলেন, ‘আমাদের জনসংখ্যার দুই-তৃতীয়াংশ তরুণ সম্প্রদায়। তাঁরা সমাজের সবচেয়ে ক্ষমতাধর অংশ। তাঁরা একটি নতুন বিশ্ব গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।’ তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকার অন্তর্ভুক্তিমূলক ও বহুদলীয় গণতন্ত্রে রূপান্তর নিশ্চিত করতে এবং একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। এখন আমাদের কাজ হচ্ছে নির্বাচনি ব্যবস্থা, বিচারব্যবস্থা, স্থানীয় সরকার, গণমাধ্যম, অর্থনীতি ও শিক্ষায় গুরুত্বপূর্ণ সংস্কার সাধন করা।’
প্রসঙ্গত, গত ৫ অগাস্ট জনগণের প্রবল বিক্ষোভের মুখে পড়ে পদত্যাগ করতে বাধ্য হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। তারপর থেকেই দেশ ছেড়ে বর্তমানে ভারতে নিরাপদ আশ্রয়ে রয়েছেন তিনি। কিন্তু হাসিনা দেশ ছাড়ার পরই হামলার শিকার হচ্ছেন হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুরা। বিশেষ করে হিন্দুদের বাড়ি ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের মতো ঘটনা সামনে এসেছে। এমনকি বহু হিন্দুমন্দির ধ্বংস করে দেওয়ার অভিযোগ উঠেছে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। যদিও এই নিয়ে মোদিকে আশ্বস্ত করেছেন ইউনূস।