সোমবার, ১৭ মার্চ, ২০২৫

Muhammad Yunus | দীর্ঘদিনের বন্ধু! ভারতীয় হাইকমিশনে মনমোহনের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন ইউনূসের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত ২৬ ডিসেম্বর প্রয়াত হয়েছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh)। বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন ইতিমধ্যেই। মঙ্গলবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসও (Muhammad Yunus) মনমোহনের প্রয়াণে শোকপ্রকাশ করেন। এদিন ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনে (Indian High Commission) গিয়ে তিনি মনমোহন সিংয়ের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা (Tribute) জানান।

সূত্রের খবর, মঙ্গলবার বাংলাদেশের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা নাগাদ ঢাকার বারিধারায় অবস্থিত ভারতীয় হাইকমিশনে যান ইউনূস। সেখানে পৌঁছতেই ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা তাঁকে স্বাগত জানান। এরপর মনমোহন সিংয়ের ছবিতে পুষ্পস্তবক অর্পণের পর শোকজ্ঞাপন খাতায় শোকবার্তা লিখে স্বাক্ষর করেন ইউনূস। ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনার সময় মনমোহনের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের স্মৃতিচারণাও করেন প্রধান উপদেষ্টা। ইউনূস বলেন, ‘তিনি (মনমোহন সিং) কতটা সহজসরল মানুষ ছিলেন, কতটা জ্ঞানী ছিলেন।’ ভারতকে বৈশ্বিক অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত করতে মনমোহনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।

প্রসঙ্গত, হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। তবে প্রধানমন্ত্রী পদে থাকাকালীন মনমোহন দুই দেশের সম্পর্ক শক্তিশালী করেছিলেন বলে উল্লেখ করেন ইউনূস। বার্ধক্যজনিত কারণে ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনমোহন। প্রয়াত প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত সরকার। সেই মতো বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাসগুলিতেও চলছে শোকজ্ঞাপন।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Virat Kohli | আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি আরসিবি-কেকেআর, প্রস্তুতি শুরু বিরাটের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ)...

Yogi | দোলের দিন শান্তি বজায় রাখতে পারলেন না, অথচ ‘মৃত্যুকুম্ভ’ বলছেন! মমতাকে তীব্র কটাক্ষ যোগীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দোল উৎসবকে (Dol Utsav) কেন্দ্র...

Army officer assaulted | গাড়ি না সরানোয় সেনা আধিকারিককে বেধড়ক মার, ভাঙল হাত, পাতিয়ালায় ১২ পুলিশ কর্মী সাসপেন্ড

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : সেনা আধিকারিক ও তাঁর...

BJP | দিল্লির উদ্দেশে রওনা শুভেন্দু অধিকারীর! আচমকা কেন রাজধানীতে পাড়ি দিলেন বিরোধী দলনেতা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বঙ্গ বিজেপির (BJP) অধিনায়ক কে...