উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ চার দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার চিনে পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। চারদিনের সফরে তাঁর গুরুত্বপূর্ণ কর্মসূচি হল চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক। চিন সফরে যাওয়ার আগে ইউনূস চেয়েছিলেন ভারত সফরে আসতে। কিন্তু ঢাকার অনুরোধ রাখেনি নিউ দিল্লি। এমনই দাবি করেছেন ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।
চিনে যাওয়ার প্রাক্কালে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ভারতের সঙ্গে উষ্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক চান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। চিন সফর চূড়ান্ত করার আগে বাংলাদেশের তরফে নয়াদিল্লিকে চিঠি দিয়ে বলা হয়েছিল ইউনুস ভারত সফরে যেতে চান। দুর্ভাগ্যবশত, আমরা দিল্লির তরফে কোনও ইতিবাচক সাড়া পাইনি।
শুধু ভারত সফরই নয়, ৩-৪ এপ্রিল ব্যাংককে বিমস্টেকের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন মহম্মদ ইউনূস। আমরা থাইল্যান্ডে সম্মেলনের সময় অধ্যাপক ইউনূস নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক করতে চান। যাতে এই দ্বিপাক্ষিক বৈঠকটি হয়, আমরা দিল্লিকে চিঠি দিয়ে অনুরোধ করেছি। আমরা এখনও পর্যন্ত ভারত এই ব্যাপারে সাড়া দেয়নি।
বুধবার বিকেলে চিনের হাইনান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান হাইনান প্রদেশের ভাইস গভর্নর কিওনহাই বোয়াও ও চিনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রেস বিবৃতিতে জানিয়েছিলেন, প্রধান উপদেষ্টার এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের চিনা বিনিয়োগ বৃদ্ধিতে এ সফর অত্যন্ত ফলপ্রসূ হবে। আগামীকাল বৃহস্পতিবার হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে যোগ দেবেন ইউনূস। পরের দিন শুক্রবার প্রধান উপদেষ্টা বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।