Friday, June 28, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গMujnai river | মাছ ধরতে নদীতে নেমে তলিয়ে গেল যুবক, উদ্ধার করতে...

Mujnai river | মাছ ধরতে নদীতে নেমে তলিয়ে গেল যুবক, উদ্ধার করতে এসে আক্রান্ত বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা  

ফুলবাড়ি: নদীতে তলিয়ে যাওয়া যুবকের খোঁজে তল্লাশি চালাতে এসে স্থানীয়দের হাতে আক্রান্ত হলেন ক্যুইক রেসপন্স টিমের জনাকয়েক সদস্য। রবিবার বিকালে ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা-২ ব্লকের বড় শৌলমারির আশ্রমপাড়া এলাকায়। জানা গিয়েছে, এদিন মুজনাই নদীতে আত্মীয়দের সঙ্গে  মাছ ধরতে গিয়েছিলেন অসীম ঘোষ নামে স্থানীয় এক যুবক। মাছ ধরতে নদীতে নামতেই তলিয়ে যান অসীম। স্থানীয়রা ঘটনার পরপরই নদীতে নেমে তল্লাশি শুরু করলেও খোঁজ মেলেনি যুবকের।

এরপরই খবর দেওয়া হয় ঘোকসাডাঙ্গা থানায়। যুবকের খোঁজে তল্লাশি চালাতে ঘটনাস্থলে আসেন বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। মুজনাই নদীতে বোট নামিয়ে শুরু হয় তল্লাশি। নদীতে তলিয়ে যাওয়া অসীমকে উদ্ধার করতে না পারায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তল্লাশিতে গাফিলতির অভিযোগ এনে বিপর্যয় মোকাবিলা দলের সদস্যদের ওপরে তাঁরা হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনায় আহত হন উদ্ধারকারী দলের সদস্যরা।

এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘোকসাডাঙা থানার পুলিশ। থানার ওসি অজিত কুমার শা-এর নেতৃত্বে বিশাল পুলিশ বহিনী এলাকায় এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিপর্যয় মোকাবিলা দলের এক প্রবীন সদস্য অপু দে বলেন, ‘কর্তব্যে গাফিলতির অভিযোগ একেবারে সঠিক নয়। সন্ধ্যা নেমে যাওয়ায় তল্লাশি চালাতে অসুবিধা হচ্ছিল। স্থানীয়রা মিথ্যে অভিযোগে আমাদের দলের কয়েকজন সদস্যকে মারধর করেছে। সময়মতো পুলিশ না এলে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করত। ঘোকসাডাঙ্গা থানার পুলিশ জানিয়েছে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। এদিন রাত পর্যন্ত তলিয়ে যাওয়া যুবকের খোঁজ মেলেনি। সোমবার সকাল থেকে ফের শুরু হবে উদ্ধারকার্য।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

কখনও খুব কাছে, কখনও খুব দূরে

0
গৌতম হোড় শুরুটা দেখে কি অনুমান করা যায়, দিনের বাকি সময়টা কেমন কাটবে? যদি তাই-ই হয়, তাহলে বলে নেওয়া ভালো, ইন্ডিয়া নামে বিরোধীদের যে...

Sikkim Cab | সিকিম ক্যাব ইস্যুতে সরব মালিক-চালকরা, পরিবহণ চুক্তি বিষয়ে কিছু প্রস্তাব

0
সানি সরকার, শিলিগুড়ি: স্টেক হোল্টারদের অন্ধকারে রেখে দুই রাজ্যের মধ্যে পরিবহণ চুক্তি বা রেসিপ্রোকাল এগ্রিমেন্ট নয়, এই দাবিতে সরব হল শিলিগুড়ির (Siliguri) বিভিন্ন পরিবহণ...

Teesta River | তিস্তার ছোবলে বিপন্ন লালটংবস্তি

0
সানি সরকার, শিলিগুড়ি: কোমরসমান জলে দাঁড়িয়ে কেউ ঘরের টিন খুলছেন। কেউ আবার গবাদিপশুকে কোলে তুলে নিরাপদ আশ্রয়ের খোঁজ করছেন। খিদের জ্বালায় শিশুগুলির কান্না পরিবেশকে...
weather-update-in-west-bengal

Weather Report | আগামী সপ্তাহে অতি ভারী বৃষ্টি উত্তরে! কী জানাচ্ছে আবহাওয়ার দপ্তর?  

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরবঙ্গের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জারি। শুক্রবার সকালের...

Road Accident | হাইওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মিনি বাসের, মৃত ১৩

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পুনে-বেঙ্গালুরু হাইওয়েতে (Pune-Bangalore Highway) দুর্ঘটনা। সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মিনি বাসের (Road Accident)। ঘটনায় কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে...

Most Popular