ফালাকাটা: মহাসড়কের কাজ দ্রুত শুরু সহ একাধিক দাবিতে অবরোধে শামিল হল গণসংগ্রাম কমিটি। বুধবার ফালাকাটার চরতোর্ষা ডাইভারশনের ধারে মঞ্চ বানিয়ে অবরোধ শুরু হয়।
সব রাজনৈতিক দলের স্থানীয় নেতাদের নিয়ে গঠিত এই গণসংগ্রাম কমিটির বক্তব্য, চরতোর্ষা, বুড়িতোর্ষা ও সনজয় নদীর ওপর আপাতত হিউম পাইপের ডাইভারশনের বদলে দ্রুত বিকল্প সেতু তৈরি করতে হবে। কারণ, ভারী বৃষ্টি হলেই এই ডাইভারশনগুলি ভেঙে যায়। ফালাকাটা-আলিপুরদুয়ার যোগাযোগ বন্ধ থাকে। এছাড়া গোটা রাস্তা বেহাল হয়ে রয়েছে। দ্রুত মহাসড়কের কাজ শুরু করতে হবে। এসব দাবিতেই এদিন অবরোধ শুরু হয়।
অবরোধের জেরে ভোগান্তিতে পড়তে হয় নিত্যযাত্রীদেরও। তবে এদিন ভোগান্তি হলেও প্রতিবাদকে সমর্থন জানিয়েছেন নিত্যযাত্রীদের একাংশ। প্রায় দু’ঘন্টা ধরে অবরোধ চলে। ডাইভারশনের দু’দিকে বাঁশ বেধে দেওয়ায় বহু যানবাহন আটকে পড়ে। পরে ফালাকাটা থানার পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।