মুম্বই: মুম্বইয়ে বহুতলে অগ্নিকাণ্ডে মৃত বেড়ে দাঁড়াল ৭। শনিবার এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। খবর পেয়ে দমকল ঘটনাস্থলে পৌঁছায়।
এদিন সকালে গান্ধি হাসপাতালের উলটোদিকে ২০ তলা বিল্ডিংয়ের ১৮ তলায় আগুন লাগে। অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ১৫জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকার জানান, বয়স্ক ছয়জনের অক্সিজেন সাপোর্ট সিস্টেমের প্রয়োজন ছিল। তাঁদের দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আগুন নিয়ন্ত্রণে আসলেও ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। সবাইকে উদ্ধার করা হয়েছে। এখনও আগুন লাগার কারণ স্পষ্ট নয়। ঘটনার তদন্ত চলছে।