মুম্বই: বলিউড চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপকে সমন পাঠাল মুম্বই পুলিশ। বুধবার মুম্বই পুলিশের পাঠানো সমনে অনুরাগ কাশ্যপকে আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল ১১ টায় মুম্বইয়ের ভারসোভা থানায় আসতে বলা হয়েছে। অনুরাগের বিরুদ্ধে অভিনেত্রী পায়েল ঘোষের দায়ের করা ধর্ষণ মামলার পেক্ষিতে ভারসোভা থানায় আসতে বলা হয়েছে।
Mumbai Police summons film director Anurag Kashyap (in file photo) asking him to appear at Versova Police station tomorrow at 11 am, in connection with the alleged sexual assault against actor Payal Ghosh. pic.twitter.com/JLnlgO6Pzb
— ANI (@ANI) September 30, 2020
জবরদস্তি করার অভিযোগ আনার দিন কয়েকের মধ্যেই পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন অভিনেত্রী পায়েল ঘোষ। মুম্বই পুলিশ সূত্রে খবর, আইনজীবী নীতীন সাতপুটে’কে নিয়ে চলতি মাসের ২২ তারিখ মঙ্গলবার রাতে অভিনেত্রী পায়েল ঘোষ ভারসোভা পুলিশ স্টেশনে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। পায়েল অভিযোগে পুলিশকে জানায়, ২০১৩-য় ভারসোভার ইয়ারি রোডের এক জায়গায় কাশ্যপ তাঁকে ধর্ষণ করেন। পায়েলের আইনজীবী নীতীন সাতপুটে বলেছিলেন, অনুরাগের বিরুদ্ধে ধর্ষণ, জোর করে আটকে রাখা, শ্লীলতাহানির মত একাধিক অভিযোগ আনা হয়েছে।
যদিও অনুরাগ কাশ্যপ তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। একের পর এক টুইট করে তিনি দাবি করেছেন, তিনি কেন্দ্রের বিজেপি সরকার বিরোধী হওয়ায় তাঁকে চুপ করানোর চেষ্টা চলছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে আইনজীবী প্রিয়ঙ্কা খিমানীকে দিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভেবেছেন।
পায়েলের অভিযোগের সমর্থন করেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তিনি বলেছেন, কাশ্যপের বিরুদ্ধে ওঠা অভিযোগ মোটেই ভিত্তিহীন নয়, যৌন নিগ্রহ করতে অনুরাগ কাশ্যপ যথেষ্ট পারদর্শী।