দুর্গাপুর: একটি বাড়ি থেকে তিনজনের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরের পানাগড়ের রেলপাড় এলাকায়। জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা ধনঞ্জয় বিশ্বকর্মার বাড়ি থেকে এই দেহগুলি উদ্ধার করা হয়। মৃতরা হলেন ধনঞ্জয়ের মেয়ে সিমরন বিশ্বকর্মা (২৩), শ্বাশুড়ি সীতা দেবী (৭০) ও শ্যালকের ছেলে সোনু বিশ্বকর্মা (২১)। ধনঞ্জয় বিশ্বকর্মা ও তাঁর স্ত্রী বর্তমানে ঝাড়খন্ডে রয়েছেন। ওই তিনজনকে খুন করা হয়েছে বলে পরিবারেরর দাবি। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে পুলিশের ফরেন্সিক টিম।
স্থানীয় বাসিন্দরা জানান, শুক্রবার বেলা ১২টা নাগাদ তাঁরা একজনকে বাড়ির উঠোনে ও বাকিদের ঘরের ভেতরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তবে মৃতদের দেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সেইসময় বাড়ির কেউ সেখানে ছিলেন না। প্রতিবেশীরাই কাঁকসা থানায় খবর দেয়। স্থানীয়রা জানান, এদিন সকালে একটি বাইকে করে এক ব্যক্তিকে হেলমেট পড়ে ওই বাড়িতে ঢুকতে দেখা গিয়েছিল। তার কিছুক্ষণ পরই সে বাড়ি থেকে বেরিয়ে যায়। তবে কে বা কারা বাড়িতে ঢুকে খুন করেছে তা এখনও জানা যায়নি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের কারও মোবাইল ফোন খুঁজে পাওয়া যাচ্ছে না। আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি (পূর্ব) কুমার গৌতম বলেন, ‘ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।‘