সোমবার, ২৪ মার্চ, ২০২৫

Madras High Court | ‘তামিলনাডুতে সরকারি চাকরির জন্য লিখতে ও পড়তে জানতে হবে তামিল’, স্পষ্ট জানাল মাদ্রাজ হাইকোর্ট

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তামিলনাডুতে (Tamil Nadu) সরকারি চাকরি করার জন্য তামিল ভাষা (Tamil) লিখতে ও পড়তে জানতেই হবে। এক মামলায় এমনই নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাইকোর্টের (Madras High Court) মাদুরাই বেঞ্চ (Madurai Bench)। তামিলনাডুর ইলেকট্রিসিটি বোর্ডের (TNEB) একজন জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট বাধ্যতামূলক তামিল ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারার পর মামলা দায়ের হয়েছিল। সেই মামলার শুনানিতে এই নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

জানা গিয়েছে, তামিলনাডুর থেনির বাসিন্দা এম জয়কুমার নামে ওই বিদ্যুৎ দপ্তরের কর্মী চাকরির দু’বছর পরও বাধ্যতামূলক তামিল ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। যে কারণে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। এরপরই আদালতের দারস্থ হয়েছিলেন তিনি। আদালতে জয়কুমারের যুক্তি ছিল যে, তাঁর বাবা নৌবাহিনীতে কর্মরত ছিলেন। তাই তিনি সিবিএসই স্কুলে পড়েছেন। আর সেজন্যই তিনি তামিল শিখতে পারেননি।

আদালতে শুনানি চলাকালীন বিচারপতি জি জয়চন্দ্রন এবং আর পূর্ণিমা প্রশ্ন তোলেন, ‘সরকারি কর্মীরা তামিল না জানলে কীভাবে চলবে? তাঁরা কীভাবে দৈনন্দিন কাজ পরিচালনা করবেন? যে কোনও রাজ্যে সরকারি কর্মীদের সেই রাজ্যের ভাষা জানতে হবে।’ এরপরই বিচারপতিদের বেঞ্চ আরও জোর দিয়ে জানায়, সরকারি চাকরিপ্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে। আর তামিল না জেনে কেউ কেনই বা তামিলনাডুতে সরকারি চাকরি করতে চাইবে, তা নিয়েও প্রশ্ন তোলেন। এরপরই আদালত উভয় পক্ষকে চূড়ান্ত সওয়াল জবাবের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন। ছয় সপ্তাহ পরে মামলাটির চূড়ান্ত শুনানি হবে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, তামিলনাডুতে বর্তমানে ভাষাযুদ্ধ তীব্রতর হয়ে উঠেছে। রাজ্যে বিজেপির ক্রমবর্ধমান তীব্র প্রতিবাদের মধ্যেও তামিলনাডুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন নয়া শিক্ষানীতির বিরোধিতায় অটল রয়েছেন। তিনি অভিযোগ করেছেন, কেন্দ্র রাজ্যের উপর হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই বিতর্কের মধ্যেই এবার তামিল ভাষা নিয়ে বড় ঘোষণা করল মাদ্রাজ হাইকোর্ট।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Kolkata | হাইকোর্টের বিচারপতি পরিচয় দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার ১

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সরাসরি এক আইএএস অফিসারকে ফোন...

CSK vs MI | রাচিনের অর্ধশতরানে ভর করে মুম্বইয়ের বিরুদ্ধে জয় চেন্নাইয়ের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাচিনের ব্যাটে ভর করেই মুম্বইয়ের...

Karnataka | মেঝেতে ছড়িয়ে অগুনতি টাকা!লাইন দিয়ে বসে সেটাই গুনছেন পুরোহিতরা,কোথায়?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গত ৩০ দিনে দানপাত্রে জমা...

Bengaluru | মন্দিরের অনুষ্ঠান চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ১০০ ফুটের রথ, মৃত বছর ২৪-এর যুবক,আহত একাধিক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ  মন্দিরের বার্ষিক ধর্মীয় অনুষ্ঠান চলছিল...