Breaking News

‘আমার উত্তরসূরী বাছবে তৃণমূল পরিবার’, বিতর্কে জল ঢেলে মন্তব্য মমতার

নয়াদিল্লি: মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরী কে হবে তা ঠিক করবে দলই, কোনও ব্যক্তিবিশেষ নয়। সোমবার নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ পর্বে এমনই দাবি করলেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নয়াদিল্লির বাংলা ভবনে সাংবাদিকদের সঙ্গে ঘরোয়া আলাপচারিতার সময়ে প্রশ্ন ওঠে, ‘বসপা’ সুপ্রিমো মায়াবতী জানিয়ে দিয়েছেন তাঁর উত্তরসূরী হবেন ভাইপো আকাশ আনন্দ৷ আপনিও কি এই মর্মে কোনও সিদ্ধান্ত গ্রহণ করেছেন? এই প্রসঙ্গে মমতার সাফ বক্তব্য, ‘আমাদের দল তৃণমূল কংগ্রেস একটা বৃহৎ পরিবার৷ আমি কেন সিদ্ধান্ত নেব? এখানে সবাই পরিবারের সদস্য৷ আমার উত্তরসূরী কে হবে, তা স্থির করবে তৃণমূল কংগ্রেস পরিবার, কোনও ব্যক্তিবিশেষ নয়।’ বস্তুত, কে হবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরী? সম্প্রতি এই নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে বঙ্গ রাজনীতির অন্দরমহলে। মমতার পর তৃণমূল কংগ্রেসের একমাত্র উত্তরসূরী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, রবিবার এক দলীয় সভায় অংশ নিয়ে এমনই মন্তব্য করেছেন দলের মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তিনি দাবি করেছিলেন, বাংলার মুখ্যমন্ত্রী পদে মমতা থাকবেন ২০৩৬ সাল পর্যন্ত। তবে তার পরেও বাংলায় তৃণমূল শাসনের অবসান হবে না। কুণাল জানিয়েছেন, বাংলার সরকার তখনও চালাবে মমতার হাতে গড়া তৃণমূলই। তবে এক নতুন মুখ্যমন্ত্রীর অধীনে। তিনি অন্য কেউ নন, খোদ মুখ্যমন্ত্রীর ভাইপো, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক-সাংসদ তৎসহ ‘সেকেন্ড ইন কম্যাণ্ড’ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুণাল জানিয়েছিলেন, ২০৩৬ সালের পর অভিষেকই হবেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী। কুণালের এহেন ভবিষ্যৎবাণী নিয়ে তুমুল বিতর্ক দানা বেঁধেছিল রাজনীতিতে৷ বলাবাহুল্য এদিন সেই বিতর্কে কার্যত মাটিচাপা দিলেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে বিরোধী ইন্ডিয়া জোটে বসপা সুপ্রিমো মায়াবতীর অনুপস্থিতি নিয়ে ওঠা প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রীর দাবি, ‘উনি জোটে আসবেন না। ওঁর অসুবিধা (পড়ুন রাজনৈতিক বাধ্যবাধকতা) আছে৷ তবে উনি এলে খুবই ভালো হতো।’

বলে রাখা জরুরি, মমতা বন্দ্যোপাধ্যায় যখন তাঁর উত্তরসূরী বাছার দায়িত্ব ‘তৃণমূল পরিবারে’র উপর ন্যস্ত করেছেন, তখনই সোমবার দিল্লিতে সংসদ ভবনে হাজির হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ লোকসভায় হাজির না হলেও এদিন সংসদের এমপি ক্যান্টিনে সতীর্থ সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে সাথে নিয়ে মণীশ তিওয়ারি, ড. অমর সিং-র মতো একাধিক বিরোধী দলীয় নেতৃত্বের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং আলোচনায় বসেন অভিষেক। পরে পুরনো সংসদ ভবনে স্থিত দলীয় কার্যালয়ে আসেন তিনি। কুণাল ঘোষের ‘ভবিষ্যৎবাণী’ প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি অভিষেক। অবশ্য উত্তরসূরী বিতর্কে এদিন একাই যবনিকা টেনে দিয়েছেন দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।

Sabyasachi Bhattacharya

Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Sand smuggling | বালিপাচার চক্র সক্রিয় চোপড়ায়, অবৈধ ঘাটে অভিযান চালিয়ে ১১টি ট্রাক আটক করল পুলিশ

চোপড়াঃ নদী থেকে বালি তোলার যন্ত্রাংশ ও কয়েকটি বালি বোঝাই গাড়ি আটক করল চোপড়া থানার…

10 mins ago

NBU | গবেষকের রহস্যমৃত্যুর ঘটনায় অভিযুক্ত অধ্যাপককে বহিষ্কারের দাবি, উত্তপ্ত বিশ্ববিদ্যালয়

শিলিগুড়ি: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে (NBU)-র গবেষক ছাত্রীর রহস্যমৃত্যুর ঘটনায় ক্রমেই উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। অভিযুক্ত অধ্যাপক সিদ্ধার্থ…

29 mins ago

Malda | অপরিপক্ক লিচুর বিক্রি বন্ধে টাস্কফোর্সের অভিযান

মালদা: অপরিপক্ক লিচুর বিক্রি বন্ধে এবার মালদায় (Malda) আমবাজারে হানা দিল স্বাস্থ্য সুরক্ষা দপ্তর। মঙ্গলবার…

49 mins ago

Chit fund | অল্প সময়ে দ্বিগুন টাকার টোপ, প্রতারণার জাল ছড়াচ্ছে উত্তর দিনাজপুরে

হেমতাবাদঃ আবারও কি ফিরে আসছে চিটফান্ড? কম সময়ের মধ্যে টাকা দ্বিগুণ করার টোপ দিয়ে হেমতাবাদে…

53 mins ago

Malda | বিয়ের পরেও স্ত্রীর মর্যাদা দিতে নারাজ, অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা তরুণীর!

মালদা: আইনত বিয়ের পরেও স্ত্রীর মর্যাদা দিতে নারাজ স্বামী। এমনকি, ওই তরুণীকে মারধরের পাশাপাশি খুনের…

60 mins ago

Old Malda | পুরাতন মালদায় একাধিক বেআইনি মার্কেট কমপ্লেক্স ঘিরে বিতর্ক, মুখে কুলুপ পূর্ত দপ্তরের

সিদ্ধার্থশংকর সরকার, পুরাতন মালদা: পুরাতন মালদা (Old Malda) শহরের মির্জাপুর মোড়ের উপর পূর্ত দপ্তরের রাস্তা…

2 hours ago

This website uses cookies.