উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সীমান্তের রাস্তায় ওভারলোডেড ট্রাক ঢোকায় রাস্তা ভেঙে যাচ্ছে। দলের কোচবিহারের সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার মুখে এই কথা শুনেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে কার্যত ভর্ৎসনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বুধবার উত্তরকন্যায় উত্তরবঙ্গের ৮ জেলার প্রশাসনের কর্তাদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই মমতাকে জগদীশ বলেন, ‘আমি গ্রামেগঞ্জে ঘুরে দেখছি, একদিকে নতুন রাস্তা তৈরি হচ্ছে। অন্যদিকে ভারী ট্রাক ঢুকে রাস্তা ভেঙে দিচ্ছে।’
একথা শুনেই মমতা বলেন, ‘আমি তো কতবার বলেছি যে, গ্রামের রাস্তায় ওভারলোডেড ট্রাক ঢুকবে না! তারপরেও কেন হচ্ছে?’ এরপরই ডিজিকে মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজীব, আমি কতবার বলব এক কথা? হাউ মেনি টাইমস? এক কথা বারবার বলতে ভালো লাগে না! কেউ টাকা খেয়ে গ্রামীণ রাস্তায় ট্রাক ঢোকাবে, সেটা চলবে না। আইসি-রা কী করছে? এটা তো দেখার কথা ডিজি-র।’ ডিজি দেখে নেওয়ার আশ্বাস দিলেও তাতেও সন্তুষ্ট হননি মমতা। তিনি ফের বলেন, ‘আর দেখে নিচ্ছ! বলতে বলতে তো আমার জিভটাই ক্ষয়ে গেল! সব জেলায় এই সমস্যা!’ এদিন কোচবিহারের এক পুলিশকর্তাকে নিয়েও প্রশ্ন তোলেন মমতা। চন্দন দাস নামে ওই পুলিশকর্তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না বলে এসপিকে জানান মমতা। পুলিশের মধ্যে গ্রুপবাজি নিয়েও সরব হন।