Wednesday, June 26, 2024
HomeTop NewsMysterious death | অসমে রহস্যমৃত্যু মালদার ফেরিওয়ালার, খুনের অভিযোগ পরিবারের  

Mysterious death | অসমে রহস্যমৃত্যু মালদার ফেরিওয়ালার, খুনের অভিযোগ পরিবারের  

সামসীঃ অসমে রহস্যজনকভাবে (Mysterious death) খুন বাংলার এক ফেরিওয়ালা। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ফেরিওয়ালার নাম আনারুল হক(২৪)। বাড়ি মালতীপুর বিধানসভার চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের বাঘাপাড়া গ্রামে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তাঁর কফিনবন্দি মরদেহ ফিরতেই কান্নার রোল নেমে আসে পরিবারে। পাশাপাশি গোটা গ্রামে শোকের আবহ।

মালতীপুর বিধানসভার চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের বাঘাপাড়া গ্রামের বছর চব্বিশের তরতাজা যুবক আনারুল হক ফেরিওয়ালার কাজে যান গত কয়েক মাস আগে আসামের উদলগুড়ি জেলার বরগুলি গ্রামে। তিনি সারাদিন গ্রামে গ্রামে সাইকেলে করে প্লাস্টিকের হরেক মাল বিক্রি করতেন। কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস সেখানে সারাদিন ফেরি করে বাসায় ফিরছিলেন। কিন্তু রেল লাইন পার হতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় সোমবার পড়ন্ত বেলায়। ময়নাতদন্তের পর কফিনবন্দি মরদেহ অ্যাম্বুলেন্সে করে সড়কপথে বুধবার সকাল দশটা নাগাদ নিজ গ্রামে এসে পৌঁছায়। দুপুর সাড়ে ১২ টা নাগাদ নিজ গ্রামে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

মৃত আনারুলের শ্যালক সাজ্জাদ আলি জানান, “রেলের জিআরপি বাড়িতে ফোন করে প্রথম খবর দেন। জিআরপি আরও জানায় ট্রেনের ধাক্কায় সে মারা গেছে।” তার সাফ বক্তব্য, “সে ট্রেনে কেটে মারা যায়নি। ট্রেনে কেটে মারা পড়লে শরীর লন্ডভন্ড হয়ে যেত। কিন্তু মাথায় আঘাতের চিহ্ন ছাড়া শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন নেই। তাই আমরা ধরে নিচ্ছি জামাইবাবুকে খুন করা হয়েছে। চাঁচল থানার পুলিশ এদিন এসেছিলেন। আমরা মৌখিকভাবে সব বলেছি।” পরিবারের তরফে পুলিশের কাছে খুনের অভিযোগ দায়ের করবেন বলেও জানান। যাতে পুলিশ খুনের প্রকৃত রহস্য উদঘাটন করেন।

মৃত ফেরিওয়ালা আনারুল হক গরীব পরিবারের ছেলে। বাবা ইয়াসিন আলি পেশায় দিনমজুর। মা ফিরোজা বিবি সাধারণ গৃহবধূ। ওরা দুই ভাই, দুই বোন। পরিবারে নিত্য অভাব। বাবার কোনও জমি জায়গা নেই। বাবার তিনশতক ভিটে বাড়িই সম্বল। আনারুল পরিবারের সবার বড়। তাই পরিবারের দায় দায়িত্বটা তাঁর কাঁধেই ছিল। আর এলাকায় তেমন কাজও ছিলনা। এদিকে একশো দিনের কাজও বন্ধ। তাই পরিবারের অভাব দুর করতে আসামে গ্রামে গ্রামে সাইকেলে করে প্লাস্টিকের মাল বিক্রি করতেন। এতেই যা রোজগার হত তাতেই দিব্যি সংসার চলত।

আনারুল হক বিবাহিত। তার স্ত্রী সন্তান সম্ভবা। স্বামীর মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েছেন আকতারা। শোকাহত গলায় আকতারা জানায়, গত শুক্রবার রাতে শেষ কথা হয়েছে তাঁর সঙ্গে। ইদে তাঁর বাড়ি আসার কথা ছিল। সোমবার সন্ধ্যার পরে প্রথম স্বামীর মৃত্যুর খবর পেয়ে একেবারে সংজ্ঞা হারিয়ে ফেলেন তিনি। অকালে স্বামীকে হারিয়ে কি করবেন বুঝে উঠতে পারছেন না আকতারা। সংসার কিভাবে চলবে তা ভেবে একেবারে দিশেহারা সে। আকতারা জানায়, তাঁর স্বামীকে মেরে ফেলা হয়েছে। তিনিও তদন্ত সাপেক্ষে দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করেন।

চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ছবি সরকার জানান, তারও অনুমান আনারুলকে খুন করে মারা হয়েছে। মরদেহ আসার পরেই তিনি আনারুলের বাড়িতে গিয়েছিলেন। তার শোকাহত পরিবারকে সমবেদনার জানানোর পাশাপাশি সব রকম সরকারি সাহায্যের আশ্বাস দিয়েছেন। এছাড়াও তিনি বলেন, এই গ্রামের অনেক যুবক ফেরিওয়ালার কাজে আসামে রয়েছেন। তবে ঠিক কতজন রয়েছে তার সঠিকভাবে জানাতে

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

NH-10 | প্রবল বর্ষণে লিকুভিরে ধস, ফের বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক

0
শিলিগুড়ি: ফের বন্ধ হয়ে গেল ১০ নম্বর জাতীয় সড়ক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে লিকুভিরে ধস নেমেছে। যার ফলে শিলিগুড়ি থেকে কালিম্পং এবং...

Copa America 2024 | মার্টিনেজের শেষ মুহূর্তের গোলে চিলিকে হারাল আর্জেন্টিনা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোপা আমেরিকায় চিলিকে ১-০ গোলে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার ৪-৪-২ ছকে দল সাজিয়েছিলেন আর্জেন্টাইন কোচ স্ক্যালোনি। অন্যদিকে, ৪-২-৩-১ ছকে দল...

Seikh Hasina | ‘জলচুক্তি নিয়ে মমতার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম’, ঢাকায় ফিরে বললেন হাসিনা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দিল্লিতে মমতার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। উনি দিল্লিতে না থাকায় কথা হয়নি। গঙ্গা-তিস্তার জল বিতর্ক প্রসঙ্গে ঢাকায় ফিরে এই মন্তব্যই...

Lok Sabha | মল্লিকার্জুনের বাড়িতে বৈঠকে সুদীপ-কল্যাণ, স্পিকার পদে কংগ্রেসের সুরেশকেই সমর্থণ তৃণমূলের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সোমবার সকালে কেরলের সাংসদ কে জে সুরেশকে স্পিকার পদের জন্য প্রার্থী ঘোষণা করেছিল কংগ্রেস। জোটসঙ্গীদের সঙ্গে আলোচনা না করেই একতরফাভাবে...

CFL 2024 | গোলের বন্যা কলকাতা ফুটবল লিগে! উয়াড়িকে ৬-০ তে উড়িয়ে দিল মহমেডান

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গোলের বন্যা বয়ে গেল কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে। উয়াড়ি অ্যাথলেটিক ক্লাবকে ৬-০ গোলে উড়িয়ে দিল সাদা-কালো ব্রিগেড। বড় ব্যবধানে জয়...

Most Popular